ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির যে চুক্তি হয়েছে, তার মেয়াদ আরও বাড়াতে মস্কোতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন জাতিসংঘ কর্মকর্তারা।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভেরসিনিনের সঙ্গে সোমবার এ চুক্তি নিয়ে আলোচনা করেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক। খবর ডেইলি সাবাহর।
এ সময় জাতিসংঘ কর্মকর্তা স্টেফেন দুজারিক বলেন, ইউক্রেনের খাদ্যশস্যের মতোই রাশিয়ার সারসহ অন্যান্য জরুরি কৃষি সরঞ্জামও বিশ্বে খুরই গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের বাণিজ্যবিষয়ক কর্মকর্তা রেবেকা গ্রিনসপানও এ সময় আলোচনা করেন। খবর আনাদোলুর।
জাতিসংঘের এ দুই কর্মকর্তা ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ বাড়াতে রুশ প্রথম উপপ্রধানমন্ত্রী এন্ড্রি বেলোওসভের সঙ্গেও আলোচনা করেন।
উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে।
প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।
জাতিসংঘের মুখপাত্র চুক্তিতে আবদ্ধ দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আমরা বিশ্ববাসী খাদ্যের অনিশ্চয়তা দূর করতে চাই।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়