উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী। যার মধ্যে কাজল দাস নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় অনশনরত এ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন।
অনশনে অবস্থানরত এক শিক্ষার্থী জানান, অনশন চলাকালে কাজল দাস অসুস্থ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
তবে কাজল অসুস্থ হয়ে পড়ায় আমরা ভেঙে পরিনি। আমরা যারা অনশনে রয়েছি, এখনও পর্যন্ত কোনো ধরণের খাদ্য ও পানীয় গ্রহণ করিনি।
এদিকে গতকাল দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের মধ্যে রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনে শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি। পরে মাউন্ড এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও আন্দোলনে যোগ দেন তিনি।
একই সময় আন্দোলনে অংশ নেয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরাতে ভর্তি করা হয়।
এর আগে গতকাল রাতে আন্দোলনরত দুই শিক্ষার্থী পৃথক সময়ে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তারা পুনরায় আন্দোলনে অংশ নিয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়