উনি (শামীম ওসমান) কিসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন নারায়ণগঞ্জের মানুষ বলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (১০ জানুয়ারি) সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকার জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।
আইভী বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে তিনি কেন গিয়েছেন তা জানি না। উনি সংবাদ সম্মেলনে কী বলবেন তাও জানি না। তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে।’
তিন আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলের দিকে দেখলে দেখা যাবে যতকিছুই হোকনা কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে। আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় তাদের কাছে পেয়েছে যে কোনো কাজে। নগরবাসী আমাকে গ্রহণ করবেন।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। গতকাল প্রেস কনফারেন্সে তিনি যে অভিযোগ এনেছেন সেগুলো সম্পূর্ণ বেমানান। গত দেড় বছর ধরে শামীম ওসমান এ গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যে কথা বলেছে কালকে উনি তোতাপাখির মত সেগুলোই বলেছেন।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়