সাকিব আল হাসানকে আবারও মাঠের বাইরে রেখে হারল কলকাতা নাইটরাইডার্স। কলকাতার ছোড়া ১৬৫ রানের জবাবে পাঁচ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস।
শুক্রবার দুবাইয়ে আইপিএলের ৪৫তম ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ফিফটির (৬৭) সহায়তায় বড় জয় পায় প্রীতি জিনতার দল।
শেষ দিকে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান পাঞ্জাবের শাহরুখ খান। নয় বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।
তবে নাইট অধিনায়ক এইউন মরগানের মতে, ব্যাটিংয়ে সমস্যা হয়নি, একাধিক ক্যাচ ফসকানোই কলকাতার হারের কারণ।
ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, ‘আমরা ভাল ফিল্ডিং করিনি। প্রচুর ক্যাচ ফেলেছি। আমার হাত থেকেও ক্যাচ পড়েছে। ব্যাট হাতে ভাল রানই উঠেছিল আমাদের। পাঞ্জাব ভাল খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু ক্যাচ ফসকানোর জন্যই আমাদের ম্যাচ হারতে হল।’
রাহুল ত্রিপাঠির নেওয়া ক্যাচটি নিয়েও আফসোস করেন মরগান। ওই ক্যাচটি ঠিকমতো তুলে নিতে পারেননি রাহুল- সিদ্ধান্ত দেয় তৃতীয় আম্পায়ার।
এ বিষয়ে মরগান বলেন, ‘ক্যাচটা যখন রাহুল নিল, আমি ভাবলাম উইকেটটা পেয়ে গিয়েছি আমরা। কিন্তু পরে দেখে তৃতীয় আম্পায়ারের তা মনে হয়নি। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে গিয়েছি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়