শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব গঠন বাধ্যতামূলক হচ্ছে

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান চর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও সংস্কৃতি চর্চার ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর শিগগিরই এই কার্যক্রম চালুর নির্দেশনা দেবে। ‘শিখন-শেখানো’ কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ তৈরিসহ দক্ষ ও যোগ্য  করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে বিজ্ঞান ক্লাব, নাটকের ক্লাব, সাহিত্য ক্লাব, সংগীত চর্চার ক্লাব ও ডিবেট ক্লাবসহ ডজন খানেক ক্লাব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন দেশের শিক্ষাবিদরা। তারা বলছেন—এই উদ্যোগ আগেই নেওয়া উচিত ছিল। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধাবিকাশ, মূল্যবোধ তৈরি, দায়িত্ব-কর্তব্য পালন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলা এবং তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের একদিকে যেমন বিজ্ঞানমনস্ক করে তুলবে তেমনি মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলবে এই ক্লাব। তবে ক্লাবগুলোকে ‘অরাজনৈতিক’ ও ‘এলিট চর্চামুক্ত’ রেখে কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন তারা।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ধরনের ক্লাব গঠনের নির্দেশনা দিয়েছিলেন। ক্লাব গঠন করে চর্চা অব্যাহত রাখার পরামর্শও দিয়েছিলেন তিনি। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের সুযোগ থাকবে। ক্লাব গঠন ও চর্চা অব্যাহত রেখে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।

সরকারের এই উদ্যোগের বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই বলে আসছি। পাঠ্যবইয়ের মধ্য থেকে ছেলেমেয়েরা যা শেখে, তা লেখাপড়ার একটি ছোট অংশ। এর বাইরে ছেলেমেয়েদের জীবন থেকে, বিদ্যালয় থেকে অনেক কিছু শিখতে হয়। দুঃখজনকভাবে লেখাপড়াটা পরীক্ষাকেন্দ্রিক হওয়ায় বাবা-মায়েরা শিক্ষার্থীদের অন্য কিছুই করতে দেন না। পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য গাইড বই মুখস্থ করা, প্রাইভেট পড়া; এসব বিষয়গুলোতে শিক্ষার্থীরা চলে গেছে। বাচ্চারা মুখস্থ করতে বাধ্য হচ্ছে। জীবনের অন্য সব আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এই উৎসাহ শিক্ষার্থীদের মধ্যে নতুন বৈচিত্র্য আনবে। আনন্দময় জীবন পাবে শিক্ষার্থীরা।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীকে অনেক কিছু জানতে হয়। যার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই শিক্ষার্থী যদি সে বিষয়ে চর্চা করার সুযোগ পায়, তাহলে সে অনেক কিছু করতে পারবে। এটি যদি কার্যকর হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।‘

একসময় দেশের শিক্ষা ব্যবস্থাও আনন্দদায়ক ছিল। তবে অতি প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে দিন দিন তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে ফেলা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে যারা কাজ করি, তাদের কাছে এ ধরনের পদক্ষেপ অনেক গুরুত্বপূর্ণ। আগে কিছু (এমন কার্যক্রম) ছিল, পরবর্তী সময়ে পরীক্ষানির্ভর শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা হয়েছে যে কোচিং আর নোট-গাইডের পাল্লায় পড়ে আমাদের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রম ভুলতে বসেছে। মেধা ও মননের চর্চা বাধাগ্রস্ত হচ্ছে মুখস্থ বিদ্যার কারণে। নতুন শিক্ষাক্রমে একটি সুযোগও তৈরি হয়েছে। সরকার এখন যে চিন্তা করছে তা অত্যন্ত ইতিবাচক। পাঠাগার ও বিজ্ঞানাগার যেমন শিক্ষার জন্য, তেমনি শিক্ষার্থীরা যদি নিজেরা চর্চা করতে পারে তাহলে মেধা ও মননের বিকাশ তৈরি হবে। নেতৃত্ব বিকাশও হবে। ///আমরা ধরে নেই, কিশোর-কিশোরী যুব সমাজের মধ্যে নেতৃত্ব রাজনৈতিক চর্চার মধ্যদিয়ে হয়, আসলে সেটি ঠিক না।///  রাজনীতি একটি জায়গা, আসলে শ্রেণিকক্ষ থেকে শুরু করে স্কুলের খেলার মাঠে এবং নানা কর্মসূচিতে অংশ নেয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকরা যদি গুরুত্ব দেন, তাহলে শিক্ষার্থীরা একুশ শতকের দক্ষতা নিয়ে বেড়ে উঠবে। এর সঙ্গে মূল্যবোধেরও বিষয় আছে। যাতে এর মধ্যে দলীয় রাজনীতির প্রভাব না থাকে, এটি করতে পারলে ভালো হয়।’

মাঠ পর্যায়ের অভিজ্ঞতা উল্লেখ করে রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমরা যেটা সবসময় দেখেছি, গ্রামগঞ্জে এগুলো যখন গঠিত হয়, তখন সেখানে ‘এলিট চর্চা’ শুরু হয়ে যায়। মূলত এই সংগঠনগুলো এলিটদের দখলে চলে যায়। এটি যদি বৈষম্যহীনভাবে করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, এটি খুবই দরকার।’

রাজধানীর পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কওমি মাদ্রাসাতেও বিভিন্ন বিষয়ভিত্তিক বিভিন্ন বক্তৃতা হয়ে থাকে। সাপ্তাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। এর ফলাফল আমরা পাচ্ছি। বিজ্ঞান ক্লাব বিতর্ক-বক্তৃতা প্রশিক্ষণের উদ্যোগে সাধুবাদ জানাই। আমাদের ছাত্ররা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে, ছাত্ররা যখন একত্রিত হয়, তখন বিভিন্ন বিষয় শেখার থাকে। আমাদের সাহিত্য আড্ডাগুলো থেকে লেখক হয়ে উঠতে পারবে শিক্ষার্থীরা। স্কুল-কলেজে এই উদ্যোগে একটি ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ।’
এই বিভাগের আরও খবর
৪০ এর মধ্যে এখনো ৩৫ কোটি বই-ই ছাপানো বাকি

৪০ এর মধ্যে এখনো ৩৫ কোটি বই-ই ছাপানো বাকি

যুগান্তর
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা

বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন
৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

যুগান্তর
টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন
পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

দৈনিক ইত্তেফাক
লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া