রাজধানীর রামপুরায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রের ওপর তিন মাস ধরে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তোভোগীর পরিবার। অভিযুক্ত শিক্ষক রোকনুজ্জামান খানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শিশুটির পরিবার অভিযোগ করে জানান, রামপুরা থানাধীন একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। তিন মাস ধরে যৌন নির্যাতন করে আসছিলেন একই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক রোকনুজ্জামান। স্কুল চলাকালীন টিফিনের সময় অন্যদের অনুপস্থিতিতে শিশুটির ওপর নির্যাতন চালানো হতো। কিন্তু ভয়ে বিষয়টি পরিবারকে জানাতে পারেনি সে। পরবর্তীতে ওই শিক্ষককেই বাসায় টিউশনিতে রাখে শিশুটির পরিবার। তবে তার কাছে কিছুতেই পড়তে রাজি হয়নি সে। তখন বিষয়টি পরিবারের সন্দেহ হলে সন্তানের কাছ থেকেই জানতে পারে ভয়াবহ সব তথ্য। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়ে শিশুটি।
পরিবার জানায়, মার্চ মাসেই শিশুটির শরীরে স্পট দেখতে পেয়েছিলো তারা। তবে বিষয়টি তেমন আমলে নেননি। অভিযুক্ত শিক্ষকের কঠোর বিচার দাবি করেছেন তারা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। আর শারীরিক পরীক্ষার জন্য আজ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়