শীর্ষস্থান ধরে রেখেছে চীন

টোকিও অলিম্পিকে গতকাল দ্বাদশ দিন শেষে ৩২টি স্বর্ণসহ ৭০টি পদক জিতে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২৫টি স্বর্ণসহ ৭৯টি পদক নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। আর স্বাগতিক জাপান গতকাল আরো একটি স্বর্ণপদক জিতে তৃতীয় স্থান সংহত করেছে। এখন পর্যন্ত ২১টি স্বর্ণসহ ৪০টি পদক জিতেছে আয়োজক দেশটি।

গ্রেট ব্রিটেন ও অস্ট্রেলিয়া সমান ১৫টি করে স্বর্ণ জিতে যথাক্রমে টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। আর রাশিয়ান অলিম্পিক কমিটি ১৪টি স্বর্ণসহ ৫৩ পদক জিতে টেবিলের ষষ্ঠ স্থানে।

পার্ক স্কেটবোর্ডিংয়ের স্বর্ণ ও রৌপ্য জাপানের

মেয়েদের পার্ক স্কেটবোর্ডিং ইভেন্টে সাকুরা ইয়োসোজুমি ও ১২ বছর বয়সী হোকোনা হিরাকি প্রথম ও দ্বিতীয় হয়েছেন। এতে এ ইভেন্ট থেকে স্বর্ণ ও রৌপ্য জিতেছে জাপান। ১৯ বছর বয়সী ইয়োসোজুমি স্বর্ণ জিতেছেন ৬০.০৯ স্কোর গড়ে। গ্রেট ব্রিটেনের ১৩ বছর বয়সী স্কাই ব্রাউন ব্রোঞ্জ জিতেছেন। জাপানি মা ও ব্রিটিশ বাবার সন্তান ব্রাউন ৪৭.৫৩ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছেন। এ ইভেন্টের সম্মিলিত বয়স ৪৪ বছর!

১৯৩৬ সালের পর সর্বকনিষ্ঠ অলিম্পিক পদকজয়ী হয়েছেন হিরাকি। ৮৫ বছর আগে তার চেয়ে কম বয়সে ফরাসি রোয়ার নোয়েল ভ্যান্ডারনোট পদক জিতেছিলেন। এছাড়া ইউকারি তাকেমোতোকে টপকে তিনিই জাপানের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান। ১৩ বছর ১৭৪ দিন বয়সে ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাকেমোতো।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী ইয়োসোজুমি গতকাল জাপানকে আরেকটি স্বর্ণপদক এনে দেন। হিরাকি পয়েন্ট পেয়েছেন ৫৮.০৫ সেকেন্ড। স্কেটবোর্ডিংয়ের অভিষেক টোকিওতেই। অভিষেকে প্রথম নয়টি পদকের পাঁচটিই জিতে নেয় জাপান।

নারীদের ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন ম্যাকলাফলিন

টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন। ২১ বছর বয়সী ম্যাকলাফলিন গতকাল ফাইনালে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। আগের রেকর্ডের চেয়ে প্রায় অর্ধ সেকেন্ড কম সময় নিয়ে তিনি হারিয়েছেন স্বদেশী ডালিলাহ মুহাম্মদকে। রিও অলিম্পিক চ্যাম্পিয়ন মুহাম্মদ ৫১.৬৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জয় করেন। নেদারল্যান্ডসের ফেমকে বোল ব্রোঞ্জ পেয়েছেন।

সম্প্রতি ব্যক্তিগত সেরা টাইমিং করা পাঁচ অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেন ফাইনালে। জুনে যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রায়ালে ম্যাকলাফলিন টাইমিং করেন ৫১.৯০ সেকেন্ড। এবার অলিম্পিকে জিতলেন স্বর্ণপদক। ১৬ বছর অক্ষত থাকার পর গত দুই বছরে এ ইভেন্টের বিশ্বরেকর্ড চারবার হাতবদল হয়েছে ম্যাকলাফলিন ও মুহাম্মদের মধ্যে।

নারীদের ম্যারাথন সুইমিংয়ে চ্যাম্পিয়ন ব্রাজিলের চুনহা

নারীদের ১০ কিলোমিটার সাঁতারে স্বর্ণ জিতে নিলেন ব্রাজিলের আনা মার্সেলে চুনহা। ওদাইবা মেরিন পার্কে গতকাল ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০.৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ইভেন্টে মাত্র ০.৯ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জেতেন নেদারল্যান্ডসের শ্যারন ভ্যান রাউয়েনডাল। এটা ডাচ নারীর দ্বিতীয় রৌপ্য, ২০১৬ সালে রিওতেও দ্বিতীয় হয়েছিলেন তিনি। তার চেয়ে ০.৮ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার কারিনা লি।

অলিম্পিকে তিনবারের চেষ্টায় এটা চুনহার প্রথম পদক। ২০০৮ সালে ১৬ বছর বয়সে বেইজিং অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করে পঞ্চম হন। এরপর রিওতে ফিরলেও দশম হন তিনি। অবশেষে সোনার হাসি হাসলেন ব্রাজিলের মেয়ে।

অলিম্পিকের সফলতম নারী নাবিক হান্নাহ মিলস

অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে সফলতম নারী নাবিক ব্রিটেনের হান্নাহ মিলস। গতকাল এইলিদ ম্যাকইনটায়ারকে নিয়ে ৪৭০ ইভেন্টের স্বর্ণ জিতে নেন তিনি। রিওতে সেইলিংয়ে এটা ব্রিটেনের পঞ্চম পদক, যার মধ্যে তিনটিই স্বর্ণ।

টিম ব্রিটেনের অন্যতম পতাকাবাহক মিলস রিওতে ক্লাস ইভেন্টে স্বর্ণ ও লন্ডন অলিম্পিকে রৌপ্য জয় করেন।

বাবার পদাঙ্ক অনুসরণ করে অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন ২৭ বছর বয়সী ম্যাকইনটায়ার। তার বাবা মাইক ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে ক্লাস ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান।

২০১২ ও ২০১৬ অলিম্পিকের ক্রু সাসকিয়া ক্লার্ক অবসর নিলে ম্যাকইনটায়ারের সঙ্গে জুটি বাঁধেন মিলস। এ দুজন ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করেন। এবার টোকিওতে জিতলেন স্বর্ণ।
এই বিভাগের আরও খবর
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়