জানি তো, সহজ নয়, নয় সাধারণ/ হাতের ওপর হাত রাখা আজীবন/ তবু রেখ যাই, রাখতে চায় মন...। অসাধারণ প্রেমময় এমন কথামালা নিয়ে আবারও হাজির হলেন ফাহমিদা নবী। প্রকাশ হলো নতুন গান ‘জানি তো সহজ নয়’।
গানটি রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা এবং তাতে সংগীতায়োজন করেছেন পঞ্চম।
স্যাডো মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হলো একটি ভিডিও। যেখানে হাজির আছেন কণ্ঠশিল্পী নিজেই। ভালোবাসা দিবসকে ঘিরে বিশেষ এই গানচিত্র অন্তর্জালে উন্মুক্ত হলো জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
এখন লন্ডনে অবস্থান করছেন ফাহমিদা নবী। সেখান থেকে তিনি বলেন, ‘বরাবরের মতো জুলফিকার রাসেলের দারুণ কথামালা। নচিকেতার সুন্দর সুর। সঙ্গে আমার ভাই পঞ্চমের অদ্ভুত সংগীতায়োজন। সবমিলিয়ে, এটা অসাধারণ একটা গান হয়েছে। ভিডিওর কথা বলবো না এখানে। কারণ, গান তো আসলে শোনার বিষয়, অনুভবের বিষয়। এই গানটিও একেবারে তাই। চোখবুজে শুনলে যে কোনও শ্রোতা মুগ্ধ হবেন, কথা দিলাম।’
এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘‘শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতাটি আমাকে এতোটাই মুগ্ধ করেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করলাম। এটুকুও বলে রাখি, কবিতাটি থেকে একটি লাইনও আমি ধার করিনি। জানি না কতোটা ভালো লিখতে পেরেছি। বিচারের ভার শ্রোতাদের হাতে তুলে দিলাম।’’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়