শেষ দুই ম্যাচে মন খুলে খেলার আহ্বান

বাংলাদেশের বিশ্বকাপ আক্ষরিক অর্থেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর। সুপার টুয়েলভের বাকি ম্যাচ দুটি আনুষ্ঠানিকতা মাত্র। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও সেমিফাইনাল খেলার সুযোগ নেই। গাণিতিক সূক্ষ্ণ সমীকরণ মেলানোর বৃথা চেষ্টা না করাই ভালো। সুপার টুয়েলভে এক নম্বর গ্রুপের পয়েন্ট টেবিলের বার্তা তেমনই। ইংল্যান্ড টানা তিন ম্যাচ জিতে সবার ওপরে। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া তিনটি করে ম্যাচ খেলে চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। বাংলাদেশকে হারিয়ে দুটি করে পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা চতুর্থ, ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম। বোঝাই যাচ্ছে, টেবিলের শীর্ষ তিন দলের মধ্যে হচ্ছে সেমিফাইনালে যাওয়ার লড়াই। সেদিক থেকে দেখলে বিশ্বকাপে বাংলাদেশের আর হারানোর কিছু নেই। বরং শেষ দুই ম্যাচ (মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা আর বৃহস্পতিবার অস্ট্র্রেলিয়ার বিপক্ষে) থেকে পাওয়ার আছে অনেক কিছু। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে পারবে পাকিস্তান সিরিজের জন্য। গতকাল জুম মিটিংয়ে ক্রিকেটারদের এই বার্তা দেওয়ার চেষ্টা করেন আকরাম খান। বিষণ্ণতা ঝেড়ে ফেলে শেষ দুই ম্যাচে মন খুলে খেলার আহ্বান তার।

বাংলাদেশের পরের ম্যাচ কাল আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাংলাদেশের মতো তারাও টুর্নামেন্ট শুরু করেছিল হার দিয়ে। আবুধাবিতেই অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারলেও ছন্দে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়ে। সেমিফাইনালের পথে সহজ করতে বাংলাদেশকেও টার্গেট করবে তারা। সেক্ষেত্রে নেংটোর বাটপারের ভয় নেই এই কৌশল নিয়ে খেললে ভালো করবেন মাহমুদউল্লাহরা। বাড়ি ফেরার আগে প্রোটিয়াদের হারিয়ে গ্রুপটা এলোমেলো করে দিতে পারাও তো লাভ।
 
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গতকাল দুই ঘণ্টার জুম মিটিংয়ে মাহমুদউল্লাহদের এটাই বুঝিয়েছেন, 'সবাই খুব মনমরা ছিল। ওদের চাঙ্গা করার চেষ্টা করলাম। নেতিবাচক কথা বলে তো লাভ হবে না। সকালে (গতকাল) জুম মিটিংয়ে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বলেছি, খোলা মনে যেন খেলে। আমরা ম্যাচ হারলেও খেলা ভালো হয়েছে। শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারিনি সেটা আলাদা কথা। শেষ পর্যন্ত যে প্রতিদ্বন্দ্বিতা করা গেছে, তা কম পাওয়া নয়। আর দুটি ম্যাচ বাকি আছে। জিততে পারলে দলের চেহারাই বদলে যাবে। আমাদের তো আর হারানোর কিছু নেই। ভালো কিছু করতে পারলে সেটা বোনাস। আমরা চাই চাপহীন ক্রিকেট খেলুক।'

কোচিং স্টাফের দিক থেকেও টিম মিটিংয়ে একই বার্তা দেওয়া হয়েছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম জুনিয়রদের সাহস দেওয়ার চেষ্টা করছেন বলে জানায় দলের একটি সূত্র। যদিও শত চেষ্টা করলেও ক্রিকেটারদের মনের অবস্থা পরিবর্তন কারা যায়নি। দলের বর্তমান অবস্থা জানতে চাওয়া হলে একজন ক্রিকেটার নাম গোপন রাখার শর্তে বলেন, 'জঘন্য অবস্থা। কারও মুখের দিকেই তাকানো যাচ্ছে না। যার যার হাত থেকে ক্যাচ পড়েছে তারা মনে করছে তাদের কারণে হেরে গেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ করতে না পারায় রিয়াদ ভাইয়ের মনের অবস্থাও ভালো নয়।'

এই বিশ্বকাপে এখন পর্যন্ত দলগত পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে ভালো করছেন অনেকেই। পেসার তাসকিন আহমেদ ছন্দে আছেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পারফরম্যান্সও ভালো। যদিও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আকরাম খানও নাসুমকে খেলানোর পক্ষে।
এই বিভাগের আরও খবর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

কালের কণ্ঠ
উত্তর জানা নেই নাজমুলের

উত্তর জানা নেই নাজমুলের

কালের কণ্ঠ
চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়