শেয়ারবাজারে বাজে সপ্তাহ পার করলেন বিনিয়োগকারীরা

ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও খুইয়েছেন পুঁজি। বাজে একটি সপ্তাহ পার করেছেন বিনিয়োগকারীরা।
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার এক দিনেই শেয়ারের বাজারমূল্য কমেছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। অর্থাৎ বৃহস্পতিবার লেনদেন হওয়া সব প্রতিষ্ঠানের দাম সম্মিলিতভাবে সাড়ে সাত হাজার কোটি টাকা কমে গেছে। আর গত সপ্তাহের চার কার্যদিবসের লেনদেনের তথ্য বিবেচনায় নিলে দেখা যায়, এ চার দিনে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্য কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। সেই বিবেচনায় বলা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বাজে একটি সপ্তাহ পার করেছেন দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। কারণ, এমন সপ্তাহ তাঁরা গত দুই মাসে দেখেননি।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬ শতাংশেরই বা ২৯৭টির দাম কমেছে। বেড়েছে মাত্র ১৯ শতাংশ বা ৭৩টির দাম। অপরিবর্তিত ছিল প্রায় সাড়ে ৪ শতাংশ বা ১৭টির দাম। আর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৫২ পয়েন্ট। আগের সপ্তাহের চেয়ে মোট লেনদেন কমেছে প্রায় ২ হাজার কোটি টাকা বা ৩৩ শতাংশ। সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনও আগের সপ্তাহের চেয়ে প্রায় সাড়ে ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৯৭ কোটি টাকায়।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত দুটি কারণে গত সপ্তাহে বাজারে এমন মন্দাভাব ছিল। দুটি কারণের মধে৵ একটি স্থানীয়, অন্যটি বৈশ্বিক। স্থানীয় কারণটি হলো শেয়ারবাজারের বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ঋণাত্মক ঋণ হিসাব সমন্বয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা। আর বৈশ্বিক কারণটি ছিল ইউক্রেনে রাশিয়ার হামলা। এ দুই কারণে সপ্তাহজুড়েই বিনিয়োগকারীদের আস্থা ছিল বেশ নড়বড়ে। যার প্রভাব শেয়ারবাজারে দেখা গেছে সপ্তাহের শেষে।

বিনিয়োগকারীসহ বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে প্রশ্ন জেগেছে, যে দুটি কারণে সপ্তাহজুড়ে বাজারে মন্দাভাব ছিল, সেই কারণ দুটি কতটা যৌক্তিক! জানা গেছে, ওই দুটি কারণে বাজারে যতটা না যৌক্তিক প্রভাব পড়েছে, তার চেয়ে বেশি প্রভাব ছিল মনস্তাত্ত্বিক। আমাদের মতো দেশের বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাবই বেশি দেখা যায়।

বিএসইসি সম্প্রতি নির্দেশনা দিয়েছে, ডিসেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণাত্মক ঋণ হিসাবকে শূন্যের ঘরে নামিয়ে আনতে হবে। অর্থাৎ আগামী বছরটি যখন শুরু হবে, তখন যাতে শেয়ারবাজারের লেনদেনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর ঋণাত্মক ঋণ হিসাব না থাকে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে সেটি দীর্ঘ মেয়াদে বাজারের জন্যই মঙ্গলজনক। কারণ, বছরের পর বছর এ ধরনের হিসাবগুলোকে জিইয়ে রেখে সেগুলোর অপব্যবহার করছে প্রতিষ্ঠানগুলো। শেয়ারবাজারে অনাদায়ি ঋণাত্মক ঋণ হিসাবগুলোর বেশির ভাগই তৈরি হয়েছিল ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর। ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর অনেকে ওই সময় নিয়ম না মেনে শেয়ার কিনতে বিনিয়োগকারীদের সীমার বেশি ঋণ দিয়েছিল। বাজারে ধস নামার পর সেসব ঋণ আর আদায় হয়নি। তাতে বিনিয়োগকারীরা যেমন নিজের পুঁজি হারান, তেমনি ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর দেওয়া ঋণও আটকে যায়।
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া