সভাপতি পদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে সংকটে পড়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এরই মধ্যে সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিনকে তার পদ থেকে সরে যেতে বলছেন ব্যবসায়ী নেতাদের একাংশ। হেলাল উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে সংগঠনের নেতাকর্মীরা ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আন্দোলনও হচ্ছে। এরই মধ্যে হেলাল উদ্দিনের বিরুদ্ধে ছয়টি জোনাল জোটের সমাবেশ হয়েছে, যেটাকে সংগঠনের নেতাকর্মীরা বলছেন বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে একটিই স্লোগান ছিল—‘নিরপেক্ষ নির্বাচন চাই। হেলাল উদ্দিনের অধীনে কোনও নির্বাচন হবে না’। সেই আন্দোলন এবার প্রকাশ্যে রূপ নিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হেলাল উদ্দিনের বহিষ্কার দাবি করা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান এই দাবি করেন। বুধবার (১৪ অক্টোবর) তৌফিক এহেসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেলাল উদ্দিনের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা কুক্ষিগত করার কারণে দোকান মালিক সমিতিতে দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্ব আসতে পারছে না।’ এ কারণে সংগঠনের ভেতরে আন্দোলন চলছে জানিয়ে তিনি বলেন, ‘হেলাল উদ্দিনের বিরুদ্ধে ছয়টি জোনাল জোটের সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা দিনব্যাপী মহাসমাবেশের আয়োজন করবো। সেই মহাসমাবেশ থেকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হবে।’ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন একমাত্র হেলাল উদ্দিন।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়