বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না। এরপর এ বিষয় নিয়ে অনেক জলঘোলা হয়েছে বেশ। ক্রিকেট পাড়ায় গুঞ্জন শুরু হয়। এরপর মিরপুর হোম অব ক্রিকেটে আজ শনিবার (১২ মার্চ) আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব। দুপুর সাড়ে ১২টার পর মিরপুরে আসেন বিসিবি সভাপতি। এর কিছুক্ষণ পরই সাকিব ক্রিকেট বোর্ডে প্রবেশ করেন।
সভাপতির রুমে তারা বৈঠকে বসেন। এরপর নাজমুল হাসান পাপন গণমাধ্যমে আলাপকালে নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব। এসময় বিশ্বসেরা অলরাউন্ডারও গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি এ সফরে যাবেন। বৈঠক শেষে তিনি বলেন, বোর্ড যেভাবে বলবে এখন থেকে সেভাবেই চলবো আমি।
বৈঠক শেষে সাকিব বলেন, পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিলো, গতকালও। শনিবার কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি চুক্তিতে, সেহেতু তিনটা ফরমেটেই থাকবো এবং খেলবো। বোর্ড সিদ্ধান্ত জানাবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকবো।
এদিকে কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। এরপর শুরুতে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়