সরকারের রাজস্ব বাড়াতে একগুচ্ছ প্রস্তাব ইআরএফের

সরকারের রাজস্ব বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমীন রিনভী। বৃহস্পতিবার (২৫ মার্চ) এনবিআরের সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট ভার্চুয়াল আলোচনা সভায় সংগঠনের পক্ষে তিনি প্রস্তাবগুলো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ভার্চুয়ালি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জসিমসহ অনেকে। সভায় যুক্ত ছিলেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় শারমীন রিনভী বলেন, ‘উপজেলা বা মফস্বল এলাকায় এনবিআরের নিজস্ব কোনও অফিস নেই। দেশে এখন ওই সব এলাকায় করদানে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে। সে ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ের মতো কর এজেন্ট বা কর প্রতিনিধি নিয়োগ দেওয়া যেতে পারে। স্থানীয় প্রশাসনের আওতায় এলাকার শিক্ষিত তরুণ কর বা ভ্যাট সংগ্রহ করবে। এতে একদিকে রাজস্বের আওতা বৃদ্ধি পাবে, অন্যদিকে তরুণদের কর্মসংস্থানও হবে।’

তিনি বলেন, ‘আমরা ডিজিটাল এনবিআরের স্বপ্ন দেখি। এখনও করদাতারা আয়কর কিংবা ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এ জন্য আয়কর ও ভ্যাট রিটার্ন কিংবা প্রত্যায়নপত্র ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল করার প্রস্তাব করছি। এর ফলে এনবিআর ও করদাতার মধ্যে সম্পর্কের টানাপোড়ন কমে আসবে।’

এনবিআরে পৃথক মানি লন্ডারিং ইউনিট স্থাপনের দাবি জানিয়ে ইআরএফ বলছে, বন্ড লাইসেন্সের অপব্যবহার কিংবা মিথ্যা ঘোষণায় বিদেশে অর্থপাচার হরহামেশাই চোখে পড়ছে। বর্তমানে দেশ থেকে বাণিজ্যনির্ভর অর্থপাচার বেশি হয়। ২০১৫ সালে মানি লন্ডারিং আইনে ক্ষমতা পাওয়ার পর এনবিআরের কর্মপরিসর কেবল রাজস্ব আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং বিদেশে যারা টাকা পাচার করছে তাদের সাজা দেওয়ার ক্ষমতাও পেয়েছে। এ কারণে আমাদের প্রস্তাব থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মানি লন্ডারিং ইউনিট গড়ে তোলা এবং লোকবল নিয়োগ দেওয়া।

ভার্চুয়াল সভায় ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বলেন, ‘করদাতাদের সুবিধার্থে করসেবা সহজীকরণের প্রস্তাব করছি। বর্তমানে কর সেবা প্রদানে যেসব সার্ভিস সেন্টার আছে, সেগুলোকে যথাযথ গুরুত্ব সহকারে উন্নত সেবাদানে প্রস্তুত করা প্রয়োজন। রাজস্ব বোর্ডের ওয়েবসাইট হালনাগাদ করার প্রস্তাব করছি। এতে অনেক হালনাগাদ তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায় না। একইসঙ্গে রাজস্ব বোর্ডের গবেষণা সেলটি আরও কার্যকর ও যুগোপযোগী করা প্রয়োজন।’
এই বিভাগের আরও খবর
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়