নির্বাচন কমিশন গঠনে সরকার প্রণীত খসড়া বিলটি ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য আরেকটা তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গায়ের জোরে সরকার এই আইন পাস করবে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. মোশাররফ।
তিনি বলেন, ‘আইন কী হবে? যারা গায়ের জোরে সরকারে আছে তারা জনগণের সরকার নয়। তারা একটা আইন পাস করবে। তারপরে কী করবে? ওই আইন মোতাবেক একটি সার্চ কমিটি করতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যে লিস্ট দেবেন, ওই সার্চ কমিটি সেই লিস্টটা প্রেসিডেন্টকে দেবেন, প্রেসিডেন্ট সেটা ঘোষণা করবেন। ’
তিনি বলেন, এটা আরেকটা তামাশা জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর আাগে সরকার রাষ্ট্রপতিকে দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করিয়ে নাটক করেছে, তামাশা করেছে।
তিনি বলেন, 'অতত্রব জনগণ চায়, আমরা চাই এ দেশের যে সংকট বাংলাদেশ যে বিদেশে লজ্জার পাত্র হয়েছে, বাংলাদেশে বিদেশে আমাদের ভাবমূর্তি যে ভূলুণ্ঠিত হয়েছে, হচ্ছে-তার কারণ কী? শুধু এর জন্য দায়ী বর্তমান? তারা গায়ের জোরে টিকে থাকার জন্য এগুলো করছে। ’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে আন্তর্জাতিকভাবে যে সেংশন (নিষেধাজ্ঞা) আসছে। এটা কিন্তু বিশাল একটা ওয়ার্নিং বাংলাদেশের সরকারের প্রতি। এই সরকার গায়ে নিচ্ছে না। এখন শুধু সেংশন নয়, আপনারা শুনেছেন এর ধারাবাহিকতায় ১২টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার সংগঠন চিঠি দিয়ে জাতিসংঘকে বলেছে যে, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) যাতে করে শান্তি মিশনে নেওয়া না হয় এবং যারা আছে তাদেরকে বের করে দেওয়া হয়। আজকে পত্রিকায় আছে, জাতিসংঘ সেই চিঠিকে কগনিজেন্সে নিয়েছে অর্থাৎ সেটাকে গ্রহণ করেছে এবং তারা বলেছে যে, এই ব্যাপারে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। আপনারা বুঝতে পারছেন, কিভাবে আন্তর্জাতিকভাবে তাদের চতুর্দিক থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও বোধ হয় ভালো করে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আজকে সরকার এটা বুঝতে পারছে না। '
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়