টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ২ উইকেটে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। অথচ বোলারদের কল্যাণে ম্যাচটি সহজ হয়ে গিয়েছিল। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত কোনওরকমে জিততে পেরেছে বাংলাদেশ।
টপ অর্ডার ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সের দায় স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘এমন উইকেটে আমাদের সহজেই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি।’
টপ অর্ডার ব্যাটারদের মধ্যে লিটন তুলনামূলক ভালো করেছেন। ২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন গড়েন ৬৩ রানের জুটি। ২ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন লিটন। এই উইকেট কিপার ব্যাটারের ব্যাটিং নিয়ে শান্ত বলেছেন, ‘লিটন কয়েকটা সিরিজ ধরেই স্ট্রাগল করছিল কিন্তু আজ ও নিজের স্কিল দেখিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে, ব্যাট হাতে ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস উপহার দেওয়া তাওহীদ হৃদয়ের প্রশংসা করেছেন অধিনায়ক। তার কথা, ‘খুবই সাহসী ইনিংস খেলেছে হৃদয়। ওর ইনিংসটাই আমাদের জেতাতে সাহায্য করেছে।’
ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্স এলেও বোলিং-ফিল্ডিংয়ে অসাধারণ ছিল না বাংলাদেশ। নিজেদের বোলিং নিয়ে অধিনায়ক বলেছেন, ‘শেষ ১০-১৫ দিন এ নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়