সাকিব-রিয়াদের সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হবে তরুণদের

তামিম ইকবাল থেকেও নেই। তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ৬ মাসের ছুটিতে। হজব্রত পালনের উদ্দেশ্যে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মুশফিকুর রহিমও। এ দুজন অভিজ্ঞ পারফরমারের অনুপস্থিতিতে দলের চালিকাশক্তি হলেন অপর দুই সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

আজ রাত থেকে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, তাতে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতার বড় অংশ নির্ভর করছে অধিনায়ক মাহমুদউল্লাহ ও চাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর। ইতিহাস-পরিসংখ্যান স্বাক্ষী, তারা দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ সফল।

খুব বেশি পেছন ফিরে তাকাতে হবে না, চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের যে টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, তাতে ২-১ ব্যবধানে সিরিজজয়ী বাংলাদেশের পক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব আল হাসান (১০৩ রান ও ৩ উইকেট )।

সেটিই শুধু নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই বছরের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ জয়ের ম্যাচেও দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে (২৬ বলে ৪২ রান ও ২০ রানে ৫ উইকেট) ম্যাচসেরা হন সাকিব, বাংলাদেশ পায় ৩৬ রানের জয় ।

সাকিবের মতো ম্যাচ জেতানো ভূমিকা রাখতে না পারলেও বর্তমান টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও মোটামুটি কার্যকর পারফরম্যান্স দেখিয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৬৫ রান করেছে মাহমুদউল্লাহই।

কিন্তু ক্রিকেট ১১ জনের খেলা। শুধু দুই সিনিয়র ব্যাট-বল হাতে জ্বলে উঠলেই চলবে না। দলের সাফল্য ত্বরান্বিত করতে হলে চাই সম্মিলিত প্রচেষ্টা, সবার সহযোগিতা। সিনিয়ররা দুজন খুব ভাল পারফরম করলেন কিন্তু বাকিরা কিছুই করতে পারলেন না, তাহলে হবে না। দল জেতাতে চাই সবার কার্যকর পারফরম্যান্স।

দেশের অন্যতম প্রশিক্ষক ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিমও মনে করেন টিম বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। তার সোজাসাপটা কথা, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদরা সাধ্যমতো পারফর্ম করেছে। তাদের করণীয় কাজ ঠিকমত করে টিম বাংলাদেশকে অনেকটা পথ এগিয়ে দিয়েছে। এখন তরুণদের এগিয়ে আসতে হবে, কার্যকর অবদান রাখতে হবে। তরুণদেরই দল জেতানো ভূমিকা নিতে হবে।

তাই আজ থেকে যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সেখানে লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের রাখতে হবে কার্যকর অবদান।

ইতিহাস জানাচ্ছে, লিটন দাস এরই মধ্যে দল জেতানো ভূমিকা রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসের ট্র্যাক রেকর্ড বেশ ভাল। দুটি করে ফিফটি ও চল্লিশোর্ধ্ব ইনিংস (২৪, ১, ৬১, ৬, ৬০, ৪৩ ও ৪৪) আছে লিটনের।

ক্যারিবীয়দের বিপক্ষে গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সাক্ষাতে ৩ রানে হারের ম্যাচে লিটন ৪৩ বলে ৪৪ রানের এক ইনিংস খেলেন। তবে দল জেতাতে পারেননি। এর আগে ২০১৮ সালে ঢাকার মিরপুরে যথাক্রমে ২৫ বলে ৪৩ ও ৩৪ বলে ৬০ রানের দুটি ঝড়ো ইনিংস আছে তার।

আর ২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল টার্ফে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১৯০.৬২ স্ট্রাইকরেটে ৩২ বলে ৬১ রানের হ্যারিক্যান ইনিংস খেলে দল জিতিয়ে (বাংলাদেশ ডিএল ম্যাথডে ১৯ রানে জিতেছিল) ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ডও আছে লিটনের।

বাকি তরুণদের মধ্যে মুনিম শাহরিয়ার, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনো খেলেননি। আফিফ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। সেটা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে ২ বলে ২ রানে অপরাজিত ছিলেন আফিফ।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া