এন আই অ্যাক্টে দায়ের করা একটি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতারের পর ‘ঘুষের বিনিময়ে’ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বনানী থানা পুলিশের বিরুদ্ধে। বাদীর উপস্থিতিতে ওই আসামিকে গ্রেফতার করা হলেও তাকে আদালতে না পাঠিয়ে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন এ মামলার বাদী। তবে বাদীর এই অভিযোগ অস্বীকার করেছে বনানী থানা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় বাদী মোমেনা আক্তার বিথীর সহায়তায় রাজধানীর বনানীর দুই নম্বর সড়কের চার নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদুল হাসান শুভ ওরফে মাহমুদুলকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। এটি শুভ’র শ্বশুরের বাসা। গ্রেফতারের পর শুভকে বাদীর সামনেই বনানী থানা হাজতে রাখা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। কিন্তু তাকে আদালতে না পাঠিয়ে ছেড়ে দেয় বনানী থানা পুলিশ। আসামিকে ছেড়ে দেওয়ার পর আসামির বাবা মোফাজ্জল হোসেন বাদী মোমেনা আক্তার বিথীকে মোবাইল ফোনে বলেন, ‘বনানী থানায় নয় লাখ টাকা দিয়ে তিনি তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। পুলিশ কেনা তার ওয়ান-টু ব্যাপার।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়