দুই বাংলার শোবিজে সমান জনপ্রিয় মুখ জয়া আহসান। কিছুদিন আগেই বলিউডে জয়া অভিনীত প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার হয়েছে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। সেখানেই আবার তার ‘ফেরেশতে’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা। এবার জানা গেল নতুন খবর।
সব জটিলতা কাটিয়ে সেন্সর সার্টিফিকেট পেয়েছে জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমা। নুরুল আলম আতিকের এই সিনেমাতে সাত বছর আগে অভিনয় করেছিলেন জয়া। তবে এতো বছর সিনেমাটি আলোর মুখ দেখেননি।
সিনেমাটি সেন্সর ছাড়পত্রের খবর নিশ্চিত করে নির্মাতা নুরুল আলম আতিক কালের কণ্ঠকে বলেন, আজকে কিছুক্ষণ আগেই ‘পেয়ারার সুবাস’সেন্সর সার্টিফিকেট পেলো।
গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ইস্যু করা হয়েছিল। আগামী বছরের শুরতে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু এখন আর কোন বাঁধা নেই তাই যতদ্রুত সম্ভব দর্শকের সামনে সিনেমাটি আনা যায় সেই চেষ্টায় করছি। সিনেমাটি দীর্ঘ বিলম্বের কারণ হিসেবে নির্মাতা জানান, সিনেমাটি অনেক আগে নির্মাণ শুরু হয়েছিল।
কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তাছাড়াও নির্মাণ প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এতো সময় লেগে গেছে। তারপরে কয়েকবার চেষ্টা করে ছবি দেখানোর জন্য সেন্সর ছাড়পত্র পেলাম। ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’র শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ন শেষ হয়।
বাকি থাকে পোস্ট প্রোডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরও তিন বছর। সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।
‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়