সারা দেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়।
‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ এই জনসভার আয়োজন করেছে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ।
এরইমধ্যে সমাবশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।
বিএনপির গণসমাবেশের পাল্টা কোনো কর্মসূচি নয় দাবি করে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, বিজয়ের কর্মসূচি হিসেবেই আজকের এ সভা। তবে সমাবেশের নামে জনভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিহত করতে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘বিএনপি ঢাকায় সমাবেশ করছে। আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে জনসভা করছি। এটি পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়।’
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।
এদিকে, সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতাকর্মীরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় তারা বিএনপি ও জামায়াতবিরোধী স্লোগান দিতে থাকেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়