সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৮৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএনপি।
রোববার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন শহরের ধানবান্ধি মহল্লার জি.এম.হিলালী রোডের বাসিন্দা বিএনপি কর্মী নাসির উদ্দিন।
বাদী পক্ষের আইনজীবি শাকিল মো. শরিফুল হায়দার ও নাজমুল ইসলাম জানান, বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এজাহারটি রোববার সকালে জমা নিলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো আদেশ দেননি। এজাহারটি আমলে নেওয়া হবে, না-কি শেষ পর্যন্ত খারিজ করে দেওয়া হবে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শহিদুল ইসলাম রোববার রাতে জানান, অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
বিএনপির অভিযোগে ‘আগ্নেয়াস্ত্রধারী’ পৌর এলাকার একডালার (মধ্যপাড়া) যুবলীগ কর্মী বায়োজিদ, কোলগয়লার বাসিন্দা সুমন ও একই মহল্লার জনি এবং রামদা হাতে সাগর ওরফে পাঙ্গাসের নাম রয়েছে।
শহর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারন সম্পাদক একরামুলক হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারন সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ মুন্না, চৌরাস্তা মোড় নাজমুল চত্বরের সন্তোষকানু ও সহোদর রবি কানুও এজাহারেও অভিযুক্ত।
অন্যদিকে, একই ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর প্রায় সাড়ে ৪০০ জনকে আসামি করে শনিবার রাতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহম্মেদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। এ নিয়ে ৬ মামলায় ১২ শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সংঘর্ষের আসামি হন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়