সিরাজগঞ্জে আ.লীগের ১৮৩ কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ ঠুকেছে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৮৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএনপি। 

রোববার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন শহরের ধানবান্ধি মহল্লার জি.এম.হিলালী রোডের বাসিন্দা বিএনপি কর্মী নাসির উদ্দিন। 
 
বাদী পক্ষের আইনজীবি শাকিল মো. শরিফুল হায়দার ও নাজমুল ইসলাম জানান, বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এজাহারটি রোববার সকালে জমা নিলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো আদেশ দেননি। এজাহারটি আমলে নেওয়া হবে, না-কি শেষ পর্যন্ত খারিজ করে দেওয়া হবে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। 

সংশ্লিষ্ট আদালতের পেশকার শহিদুল ইসলাম রোববার রাতে জানান, অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

বিএনপির অভিযোগে ‘আগ্নেয়াস্ত্রধারী’ পৌর এলাকার একডালার (মধ্যপাড়া) যুবলীগ কর্মী বায়োজিদ, কোলগয়লার বাসিন্দা সুমন ও একই মহল্লার জনি এবং রামদা হাতে সাগর ওরফে পাঙ্গাসের নাম রয়েছে। 

শহর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারন সম্পাদক একরামুলক হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারন সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ মুন্না, চৌরাস্তা মোড় নাজমুল চত্বরের সন্তোষকানু ও সহোদর রবি কানুও এজাহারেও অভিযুক্ত।

অন্যদিকে, একই ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর প্রায় সাড়ে ৪০০ জনকে আসামি করে শনিবার রাতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহম্মেদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। এ নিয়ে ৬ মামলায় ১২ শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সংঘর্ষের আসামি হন। 
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া