সুজানগরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০ 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে পাবনার সুজানগর উপজেলা। নির্বাচনকে ঘিরে সহিংসতা বেড়েই চলেছে। সোমবার (৮ নভেম্বর) রাতে ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী আমিন উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের চালনা বাজারে এ ঘটনা ঘটে। 

ভায়না ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিন বলেন, রাতে আমার কর্মী সমর্থকরা নির্বাচনি প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্র বের করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে হেমরাজপুর গ্রাম হয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের গ্রাম চালনায় পৌঁছে। এ সময় ফারুকের লোকজন অতর্কিতভাবে শোভাযাত্রায় হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ভায়না গ্রামের বাদশা শেখের ছেলে আলতাব শেখকে মারাত্মক অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

তবে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক বলেন, নৌকা প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রার সময় চালনা বাজারে এসে আমার নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। এতে লোকজন বাধা দিলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। হামলায় হাচেন আলীর ছেলে সবুজ, হোসেনের ছেলে আব্দুস ছালাম, সোহরাবের ছেলে আকমল মারাত্মক আহত হন। এদের মধ্যে সবুজকে রাজশাহী মেডিক্যা৪লে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সকালে থানায় ও নির্বাচন অফিসে অভিযোগ দেবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বলেন, আমাদের এলাকায় নৌকা প্রতীকের অবস্থান এমনিতেই ভালো। উপজেলা আওয়ামী লীগের এক নেতার পরামর্শে স্বতন্ত্র প্রার্থী হন ওমর ফারুক। এতে সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাজ করছি।  

সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়