জমে উঠেছিল কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জুটি। অধিনায়ক নাজমুল হোসেনের কোনো পরিকল্পনা কাজে আসছিল না। এমন সময়ে চা বিরতির কিছুক্ষণ আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটে অপ্রীতিকর ঘটনা। গ্যালারি থেকে দর্শক প্রবেশ করে মাঠে।
এই ঘটনার পরই মনোযোগ হারান কিউই ব্যাটার মিচেল। সুযোগ কাজে লাগিয়ে এই জুটি ভাঙে বাংলাদেশ। তবুও সুযোগ মিসের আক্ষেপে শেষ হলো দ্বিতীয় সেশন।
২ উইকেটে ৭৮ রানে দ্বিতীয় সেশন শুরু করে নিউজিল্যান্ড।
অবিচ্ছেদ্য ৩৬ রানের জুটিতে ব্যাট করতে নামা উইলিয়ামসন ও হ্যানরি নিকোলস এই সেশনে যোগ করেন আরো ২০ রান। নিকোলসকে ১৯ রানে থামিয়ে এই জুটি ভাঙেন একমাত্র পেসার শরিফুল ইসলাম। এর পরই জমাট জুটি উইলিয়ামসন-মিচেলের।
মিচেল আউট হতে পারতেন ইনিংসের ৩৪তম ওভারে।
শরিফুলের বলে উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন তিনি। তবে জোড়াল আবেদন ছিল না বাংলাদেশের ফিল্ডারদের। আম্পায়ার আহসান রাজাও নট আউটের সিদ্ধান্ত দেন। বাংলাদেশ দল রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল সোহানের গ্লাভসে যাওয়ার আগে মিচেলের ব্যাট ছুঁয়ে গেছে।
তখন ৪ রানে ছিলেন মিচেল। উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে সেই মিচেল প্রতিরোধ গড়ে তোলেন। গড়েন ৬৬ রানের জুটি। এই জুটি যখন বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ায়, তখন ঘটে দর্শক প্রবেশের ঘটনা। এজন্য কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। এর পরের ওভারে বল করতে এসে মিচেলকে স্টাম্পের ফাঁদে ফেলেন তাইজুল। ৪১ করেন এই ব্যাটার।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়