রেড বুলসের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে মধ্যবিরতিতে যায় ইন্টার মায়ামি। তাতে আরেকটি হারের শঙ্কায় ছিলেন লিওনেল মেসিরা। কিন্তু মায়ামি যে এ দিন জয়ের নেশায় নেমেছিল, তার প্রমাণ রাখল দ্বিতীয়ার্ধে। লুইস সুয়ারেসের হ্যাটট্রিক আর লিওনেল মেসির পাঁচ অ্যাসিস্টের কীর্তিতে এই অর্ধে ৬ গোল করে মায়ামি ম্যাচ জিতে নিয়েছে ৬-২ ব্যবধানে।
সুয়ারেসের হ্যাটট্রিকের সঙ্গে মাতিয়াস রোহাস করেছেন জোড়া গোল। মেসির গোল একটি, তবে সুয়ারেস ও মাতিয়াসের সবগুলো গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। মেজর লিগ সকারে এক ম্যাচে পাঁচ অ্যাসিস্টের রেকর্ড এবারই প্রথম। মেসি তাই নতুন কীর্তিই গড়লেন।
বল পায়ে মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও শুরুতে পিছিয়ে পড়ে তারাই। সব শেষে ৬ ম্যাচ না-হারা রেড বুলসকে ৩০ মিনিটে এগিয়ে দেন ভানজেইর। পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে বিধ্বংসী রূপে দেখা দেয়। সুয়ারেস হ্যাটট্রিক করেন আর মাতিয়াস করেন দুই গোল।
একবার স্কোরশিটে নাম তোলেন মেসিও। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাঁচটি অ্যাসিস্ট করে মায়ামিকে জেতালেন মেসি।
চলতি লিগে ৮ ম্যাচে ১০ গোল মেসির। ১০ গোল নিয়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে সুয়ারেস। এ নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত রইল মায়ামি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়