সেনাবাহিনী-সিভিল প্রশাসন একসঙ্গে কাজ করতে চায় : তারিক আহমেদ সিদ্দিক

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, ‘সেনাবাহিনী ও সিভিল প্রশাসন একসঙ্গে কাজ করতে চায়। এখন এই দুই প্রশাসনের মধ্যে সম্পর্ক ভালো। ফলে গত নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। বর্ডারে প্রাণহানি বন্ধেও তারা ভূমিকা রাখছেন।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার বাড়ানোর বিষয়ে প্রস্তাব দিয়েছেন ডিসিরা। বৈশ্বিক কারণে হেলিকপ্টার ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্তরা ব্যবহার করতে পারে বিধান আছে।

তিন বলেন, ‘মিয়ানমার সীমান্তে সিভিল মিলিটারি একসঙ্গে কাজ করছে। মিয়ানমার পরিস্থিতিতে তিন জেলার ডিসিরা আরো সহায়তা চেয়েছেন।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “ডিসিরা বলেছেন- ‘পাশের দেশ থেকে এসে আমাদের ইলিশ ধরে নেয়।’ এটা বন্ধে তারা ব্যবস্থা নিতে বলেছেন।

” তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘চিনির গুদামে আগুনের জেরে বাজারে চিনির দর যেন না বাড়ে, সেদিকে তদারকি করতে সেনাবাহিনীর পক্ষ থেকে ডিসিদের আহ্বান জানানো হয়েছে।’
 
তিনি বলেন, ‘স্মাগলিং (চোরাচালান) বন্ধ হতে হবে। সীমান্তে হত্যা নয়, ইনসিডেন্ট ঘটে। রোহিঙ্গাসংকট, মাদক পাচার, মিয়ানমার পরিস্থিতি- এসব নিয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে বহিঃশক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে বলে ধারণা করছি আমরা।

তবে বাংলাদেশ সেগুলোতে নাক গলাবে না। সশস্ত্র বাহিনী পার্ট অব ট্রেনিং সব সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।’
তারিক আহমেদ সিদ্দিক আরো বলেন, ‘আমাদের জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাপূর্ণভাবে রাখতে আমরা কাজ করছি। সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, আমরা সেখানে পূর্ণ প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সব সময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী প্রশাসন একযোগে কাজ করবে।’

তিনি বলেন, ‘সিভিল মিলিটারি সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা কীভাবে আরো কাছাকাছি আসতে পারি দুটো উইং, সেটার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’ 
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া