প্রাক মৌসুমে আগের দুই ম্যাচে গোল পায়নি ইন্টার মায়ামি। সৌদি আরবে আল হিলালের বিপক্ষে লুইস সুয়ারেজ-লিওনেল মেসি সেই খরা কাটালেন ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত জয়টা এখনও অধরা। আল হিলালের কাছে প্রীতি ম্যাচে ৪-৩ গোলে হেরেছে মেসিরা।
সাবেক ইউরোপিয়ান ফুটবলারদের নিয়ে ম্যাচের ১০ মিনিটেই ডেডলক ভাঙে আল হিলাল। ক্লিনিক্যাল ফিনিশে অ্যালেক্সান্ডার মিত্রভিচ করেন প্রথম গোল। ৩ মিনিট পর মায়ামির দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগে ব্যবধান বাড়িয়ে নেন আব্দুল্লাহ আল হামদান।
বিরতির আগ দিয়ে অবশ্য সুয়ারেজের কল্যাণে একটি গোল শোধ দিতে পারে মায়ামি। মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর এটাই ছিল তার প্রথম গোল। তার পর মেসির গোলে সমতাও ফিরিয়েছিল তারা। অফসাইডের কারণে পরে সেটি বাতিল হয়েছে যদিও। ৪৪ মিনিটে মাইকেল দেলাগদো হেড করে স্কোর ৩-১ করেছেন।
বিরতির পর বলা যায় এককভাবে মায়ামিকে ম্যাচে ফেরানোর ভিত গড়ে দেন ডেভিড রুইজ। বিপজ্জনক অঞ্চলে ফাউলের শিকার হলে ৫৪ মিনিটে স্পট কিক থেকে মেসির গোলে স্কোর ৩-২ হয়েছে। তার পর রুইজের গোলে আসে সমতা।
দুই দলেরেই সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে জয় সুনিশ্চিত করার। গতিপ্রকৃতি যেভাবে এগুচ্ছিল তাতে ড্রই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকের ৮৮ মিনিটে আল হিলালের জয় সুনিশ্চিত হয় ম্যালকমের হেডে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়