স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আলেমদের মুক্তির দাবি বাবুনগরীর

গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।

এছাড়া হেফাজতের আলেমদের মামলা প্রত্যাহার ও আর কোনো ধরনের হয়রানি না করা এবং সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির হত্যা সংক্রান্ত মামলা বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হেফাজতের নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার রাত ৮টা ৩৭ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায় যান হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী ও মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। এ সময় হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর একান্ত সহকারী মাওলানা শফিউল আলম তাদের সফর সঙ্গি থাকলেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালে উপস্থিত ছিলেন না।

হেফাজত নেতাদের বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘণ্টার বৈঠকে শেষে রাত সাড়ে ১০টার দিকে তারা বের হয়ে যান। তারা বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।

এ ব্যাপারে পরে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে হেফাজত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানান হেফাজত আমির। এছাড়া মামলা প্রত্যাহার ও আর কোনো ধরনের হয়রানি করার জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির হত্যা সংক্রান্ত মামলা বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নিতে সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জুনাইদ বাবুনগরী। এরপর তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় মহাসচিবের তত্ত্বাবধানে থাকা মাখুজুনুল উলুম মাদরাসায় বিশ্রাম নেন। এরপর সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যান।
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া