স্বাধীনতা কাপ ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের ১৬৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৪২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সৌম্য সরকাররা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে মধ্যাঞ্চল করে ৬৫ রান। এ সময় ২৯ বলে ২৭ রান করে নাসুম আহমেদের শিকার হন সৌম্য। ওয়ানডাউনে খেলতে নামা আবদুল মজিদ আউট হন মাত্র এক রান করে। মোহাম্মদ মিঠুন সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ৪ রানে। ওপেনার মিজানুরও ৩৩ রানে নাসুমের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দেন।
এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ও আল আমিনের ব্যাটে ভর করে সহজেই জয়ের নাগাল পায় মধ্যাঞ্চল। আল আমিন ৭০ বলে ৭ চারে করেন ৫৭ রান। সৈকতের ব্যাট থেকে ৮৫ বলে আসে ৩৩ রান। দক্ষিণাঞ্চলের হয়ে একাই তিন উইকেট নেন নাসুম। এক উইকেট পান মেহেদী হাসান রানা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের স্পিনারদের দাপটে ১৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। ৭ বল হাতে রেখেই অলআউট হয় তারা। অবশ্য দলকে ভালো সূচনা এনে দেন পিনাক ঘোষ ও এনামুল হক বিজয়। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। বিজয়কে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। ৩৪ বলে ২০ রান করেন বিজয়। পিনাককে শিকার করেন সৌম্য। ৪৭ বলে ৩৫ রান করেন পিনাক।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়