কঠিন এক সমীকরণ সামনে রেখে স্লোভাকিয়ার বিপক্ষে নেমেছিল স্পেন। গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগে স্পেন শিবিরে ছিল অনিশ্চয়তা। নকআউট পর্বে যেতে হলে জিততেই হত লুইস এনরিকের শিষ্যদের।
বাঁচা-মরার এই ম্যাচে বিপদে পড়তে পারতো স্পেন। শুরুতেই আলভারো মোরাতার পেনাল্টি নষ্টে ব্যাকফুটে চলে যায় তারা। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে স্লোভাকিয়াকে ৫–০ ব্যবধানে উড়িয়ে নকআউট নিশ্চিত করলো লুইস এনরিকের দল। ইউরোর মূল পর্বের ম্যাচে এই প্রথমবার ৫ গোল হল স্পেনের।
স্পেনের সেভিলে লা কারতুজা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণে ঝড় তুলেছিল স্পেন। ১১ মিনিটে পেনাল্টি পায় স্পেন। সেটি কাজে লাগাতে পারেননি স্পেন তারকা মোরাতা। তার শটে ডান দিকে ঝাপিয়ে পড়ে স্লোভাকিয়াকে বাচিয়ে দুব্রাভকা তখন রীতিমতো হিরো। এর মিনিট আঠারো পরেই তার ভুলেই কপাল পুড়েছে স্লোভাকিয়ার।
৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু সেটা ছিল স্লোভাকিয়ার অধিনায়ক দুবরাভকাসের আত্মঘাতী গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাপোরতে নিজের খেলোয়াড় জীবনে প্রথম আন্তর্জাতিক গোল করে স্পেনকে ২-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জর্ডি আলবার পাসে ডি-বক্সে মাঝ বরাবর পেয়ে দারুণভাবে গোল করেন সারাবিয়া। ৬৭ মিনিটে ফেরান তোরেসের গোলে স্পেনের ব্যবধান বেড়ে হয় ৪-০। ৪ মিনিট পরেই আবার গোল। এবার আরেকটি আত্মঘাতী গোল করে স্লোভাকিয়া।
পাঁচ গোলের ব্যবধানেই শেষমেশ খেলা শেষের বাঁশি বেজেছে। এর চেয়ে বেশি ব্যবধানে ইউরোতে আর কেউ জেতেনি আগে। ইউরোর ইতিহাসে স্পেন বাদে একমাত্র সুইডেন ২০০৪ সালে বুলগেরিয়াকে পাঁচ গোলের ব্যবধানে হারাতে পেরেছিলো। সুইডেন ৩-২ গোলে পোল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থানে থেকেই এবারের ইউরোতে গ্রুপ পর্ব শেষ করেছে। আর দ্বিতীয় স্থানে থেকে স্পেন যাচ্ছে শেষ ষোলোতে। জয়বিহীন প্রথম দুই ম্যাচ কাটিয়ে স্পেন শেষ ম্যাচে এসে ইতিহাস গড়েই জানান দিয়েছে তাদের হিসাবের বাইরে ফেলে দেওয়া যাচ্ছে না সহজেই।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়