হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি আড়ত শায়েস্তানগর বাজারে মাছের সরবরাহ কমেছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বেড়েছে। প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা।
রোববার (২২ জানুয়ারি) ভোরে হবিগঞ্জের পাইকারি মাছের আড়তে সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই কর্মচাঞ্চল্য বিরাজ করছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কম।
কারণ প্রচণ্ড ঠাণ্ডায় নদীতে নামতে পারছেন না জেলেরা। তাই মাছের সরবরাহ কম থাকার প্রভাব পড়েছে দামে। প্রতি কেজি মাছ প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
এ বাজারে প্রতি কেজি বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৫০ টাকা, রুই ৪০০ থেকে ৫০০ টাকা, চিতল ৭০০ থেকে ৮০০ টাকা, বাইম ৭০০ থোকে ৮০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, পাবদা ৬০০ থেকে ৬৫০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা এবং মাগুর ৭০০ থেকে ৮০০ দরে বিক্রি হচ্ছে।
জেলেরা জানান, কুয়াশা ও বেশি ঠান্ডা থাকার কারণে মাছের সরবরাহ কম। কিছু দিন আগেও প্রচুর মাছ ছিল।
এদিকে বাজারের উন্নয়ন করা হলে আরও বেশি পাইকার ব্যবসায়ী আসবেন বলে মনে করেন হবিগঞ্জ শায়েস্তানগর মাছ বাজার কমিটির সদস্য আলতাব মিয়া। তিনি বলেন, এখানে বিভিন্ন জায়গা থেকে পাইকার ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন। কিন্তু বাজারে উন্নয়ন করা হলে এ সংখ্যা আরও বাড়বে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়