আসন্ন ঈদুল ফিতরে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'শান' মুক্তি পাচ্ছে। অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পের এ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। মুক্তির দেড় মাস আগে থেকেই সিনেমাটির হল বুকিং শুরু হয়েছে বলে মঙ্গলবার (১৫ মার্চ) জানালো সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।
ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল চূড়ান্ত হওয়ার মাধ্যমে শান' এর হল বুকিং শুরুর খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘আপাতত ৬ হল বুকিংয়ের মাধ্যমে ‘শান’র ঈদের সিনেমার হল যাত্রা শুরু হলো। আশা করি ঈদে মুক্তির জন্য দেশের বড় বড় হলগুলো শিগগরিই চূড়ান্ত হবে।’
সিনেমাটির মাধ্যমে 'পোড়ামন ২' ও 'দহন' এর পর আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় সিনেমাটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ’শান’। এবার দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে সিনেমাটি।
সিনেমার গল্প লিখেছেন আজাদ খান ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমাটিতে সিয়াম, পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
সিনেমা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘শান' বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম সিনেমাটিতে কাজ করেছি। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’ একই মন্তব্য করলেন সিনেমার নায়িকা পূজা চেরিও।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়