News

হাবিব-ন্যান্সির নতুন গান

September 30, 2020

প্রায় দুই বছর পর একসঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী হাবিব ও ন্যান্সি। ‘তারারা জানে না সে আলোর ঠিকানা’ নামের এ গানের কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। ২০১৮ সালের মাঝামাঝি হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি সর্বশেষ একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিয়েছিলেন। গানের শিরোনাম ছিল ‘একটু পাগল না হলে কি’। গীতিকবি আসিফ ইকবালের কথায় গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত করেন হাবিব নিজেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাবিরের স্টুডিওতে রেকর্ডিং হয় হাবিব-ন্যান্সি দ্বৈতগান ‘তারারা জানে না সে আলোর ঠিকানা’।