হালান্ডের গোলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে জমজমাট লড়াই। যা দেখা যাচ্ছে, তাতে মনে হতেই পারে যে- আর্সেনাল এবং ম্যানসিটির এই লড়াই চলবে লিগের একেবারে শেষ পর্যন্ত। কারণ, একদল আরেক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে স্বাগতিকদেরকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ২ পয়েন্টে নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬১। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ২৭, তারা রয়েছে ১২ নম্বরে।

তবে এই ব্যবধান আজ রাতেই বেড়ে যেতে পারে কিংবা বহাল থাকতে পারে। কারণ, আজ রাতেই ফুলহ্যামের মাঠে খেলতে নামবে আর্সেনাল। গানাররা জিতলে ব্যবধানটা হয়ে যাবে আগের ৫ পয়েন্টেরই।

ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে পয়েন্ট হারানোর একেবারে দ্বারপ্রান্তে চলে গিয়েছিলো ম্যানসিটি। কারণ, ম্যাচের ৭৮টি মিনিট পার হয়ে যাওয়ার পরও প্যালেসের জাল ভেদ করতে পারেনি ম্যানসিটির ফুটবলাররা। অবশেষে ৭৮তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় সিটি। সেই পেনাল্টিতে স্পট কিক নেন আর্লিং হালান্ড।

ম্যানসিটি শুরুটা করেছিলো দুর্দান্ত। মিডফিল্ডার রদ্রি ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলো। তবে তার দুর্দান্ত ভলিটি সোজা চলে যায় গোলরক্ষক ভিসেন্তে গুইতার কাছে। এরপর জ্যাক গ্রিলিশ দারুণ এক শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপরই ক্রিস্টাল প্যালেস তাদের ডিফেন্স পুরোপুরি প্যাক করে ফেলে। যে কারণে ম্যানসিটি আর কোনো গোলের দেখা পায়নি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে খুব কঠিন অ্যাঙ্গেল থেকে শট নেন হালান্ড। এরপর তার আরও একটি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যাক গ্রিলিশকে বক্সের ঠিক সামনেই ফাউল করে প্যালেসের একজন ফুটবলার। ফিল ফোডেন ফ্রি-কিক নিলে সেটাকে অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক গুইতা।

অবশেষে ৭৮ মিনিটে এলো সেই সুবর্ণ সুযোগ। পেনাল্টি কিক নেন হালান্ড। সে সঙ্গে প্রিমিয়ার লিগে ২৮ গোল হয়ে গেলো হালান্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪তম গোল করলেন নরওয়ের এই ফুটবলার।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া