ভারত থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার সন্ধ্যার মধ্যে এই পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে দুপর ১টার দিকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসাফাদৌলা।
তিনি জানান, এখন পর্যন্ত নদীর পানি স্বাভাবিক রয়েছে, তবে প্রবল বেগে যেভাবে পানি প্রবেশ করছে বিকেল থেকে এই পানি বৃদ্ধি পেতে পেতে সন্ধ্যার পরে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ অবস্থায় ব্যারাজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে। জনপ্রতিনিধিরা এলাকার লোকজনকে সচেতন থাকার জন্য মাইকিং করছে।
দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দহগ্রামের নিচু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে, এলাকায় মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে। ভারত থেকে নেমে আসা ঢল দহগ্রামে প্রচণ্ড বেগে প্রবেশ করছে। শুনেছি এ পানি নাকি পাঁচ ফুট উচ্চতায় ঢুকতে পারে, এতে লোকজনের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমি দহগ্রাম এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে নদীতীরবর্তী এলাকার লোকজনকে মাইকিং করে সতর্ক থাকতে বলা হচ্ছে।
তিনি বলেন, তিস্তায় পানি প্রবল বেগে ঢুকতে শুরু হয়েছে, তবে মূল স্রোত এখনো আসা শুরু হয়নি আমরা যেটুকু খবর পেয়েছি এটা বেলা ২টার পরে আসতে পারে। আমরা চেষ্টা করছি সবকিছু নিয়ন্ত্রণে রাখার। জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে আমরা লোকজনের জন্য ত্রাণের ব্যাবস্থা করছি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়