ঘরের মাঠে জ্বলে উঠলেন ম্যাট হেনরি। তার পেস আগুনে পুড়ে খাক দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। গুনে গুনে ৭ উইকেট শিকার এই পেসারের। হেনরির দুর্দান্ত পারফরম্যান্সে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ে আলো ছড়ানো নিউজিল্যান্ড প্রথম দিন শেষেই নিয়েছে ২১ রানের লিড।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শুধুই নিউজিল্যান্ডের। হেনরির ৭ উইকেট প্রাপ্তির দিনে ৪৯.২ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের অল্পতে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামা কিউইকরা দিনশেষে ৩ উইকেট হারিয়ে করেছে ১১৬ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন রানের স্কোরের লজ্জার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকে শুরু হয় তাদের সংগ্রাম। নিজের প্রথম ওভারে ডিন এলগারকে (১) আউট করার পর হেনরি সেই যে শুরু করলেন উইকেট উৎসব, চলেছে শেষ পর্যন্ত। তার পেস আগুনে দগ্ধ হয়েছেন- এলগার (১), এইডেন মারক্রাম (১৫), রাসি ফন ডের ডুসেন (৮), জুবায়ের হামজা (২৫), কাইল ভেরেইনে (১৮), কাগিসো রাবাদা (০) ও গ্লেন্টন স্টুরমান (০)। সর্বোচ্চ রান এসেছে হামজার ব্যাট থেকেই।
হেনরি ১৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৭ উইকেট। আর একটি করে উইকেট শিকার টিম সাউদি, কাইল জেমিসন ও নিল ওয়াগনারের।
প্রোটিয়াদের বিধ্বস্ত করে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরাও। উইল ইয়ং টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ রানে তিনি ফিরে যান। আশা জাগিয়েও অধিনায়ক টম ল্যাথাম বেশিদূর যেতে পারেননি। ৬১ বলে ১৫ রান করে তার বিদায়। ৩৬ রানে ২ উইকেট হারানো কিউইদের পথ দেখান ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস।
তৃতীয় উইকেটে তাদের জুটিতেই লিড পায় স্বাগতিকরা। তবে দিনের শেষ দিকে এসে ধাক্কা লেগেছে কিউই ক্যাম্পে। দারুণ খেলতে থাকা কনওয়ে ৩৬ রান করে আউট হয়ে যান। ৭৬ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারিতে। তবে ৩৭ রানে অপরাজিত আছেন নিকোলস। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ২ রানে অপরাজিত থাকা নাইটওয়াচম্যান ওয়াগনার।
দক্ষিণ আফ্রিকার বোলারদের দুর্ভাগ্য। বাজে ফিল্ডিংয়ে তাদের উইকেট যেমন বাড়েনি, তেমনি সফরকারীরাও পারেনি কিউইদের চেপে ধরতে। ক্যাচ মিসের যেন মহড়া চলেছে ক্রাইস্টচার্চে। চারটি ক্যাচ ছেড়েছেন প্রোটিয়া ফিল্ডাররা। দ্বিতীয় দিন শুরু করার অপেক্ষায় থাকা নিকোলস জীবন পেয়েছেন দুইবার। দিনশেষের আগমূহূর্তে বেঁচে গেছেন ওয়াগনার। এর আগে ল্যাথামও একবার জীবন পেয়েছিলেন প্রোটিয়া ফিল্ডারদের সৌজন্যে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়