বিশ্বকাপে ভরাডুবি। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ইংল্যান্ড চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন শুরু করতে। কিন্তু তা আর হল কই! অ্যান্টিগায় প্রথম ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে ইংলিশরা। বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিবিয়ানদের দারুণ জয় এনে দিয়েছেন শাই হোপ।
তাদের জয় চার উইকেটের ব্যবধানে। ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। অ্যালিক অ্যাথানাজ ও ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। অ্যাথানাজ ৬৬ করে ফেরার পর টিকতে পারেননি কিংও।
৩৫ করা কিংকে ফেরান লিভিংস্টন। এরপর কার্টি, শিমরন হেটমার ও রাদারফোর্ড ফিরে গেলে ২১৩ রানে পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন শাই হোপ। তাকে যোগ্য সঙ্গ দেন রোমারিও শেফার্ড।
এই দুইজনের ৫১ বলে ৮৯ রানের জুটিতে জয়ের পথে থাকে তারা। শেফার্ড ২৮ বলে ৪৯ রানে ফিরে গেলেও ৮৩ বলে ১০৯ রানের ইনিংস খেলে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় ইংলিশরা। নতুন উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও উইল জ্যাক যোগ করেন ৭৭ রান। সল্ট ৪৫ এবং জ্যাক করেন ২৬ রান।
এরপর জ্যাক ক্রলি ও বেন ডাকেটও ইনিংস বড় করতে পারেননি। ডাকেট করেন ২০ এবং ক্রলি ফেরেন ৪৮ রানে। বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন অধিনায়ক জস বাটলার। এ দিনও হাসেনি তাঁর ব্যাট। ফেরেন মাত্র ৩ রান করে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়