পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ছাড়া সরকারের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষমতা নেই। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত কোনো বিনিয়োগ প্রকল্প হলে সেই প্রকল্প অনুমোদনের একমাত্র ক্ষমতা পরিকল্পনামন্ত্রীর। আর ৫০ কোটি টাকার ওপরে প্রকল্প ব্যয় হলে সেই প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক), যে কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রী।
কিন্তু জরুরি প্রয়োজনের যুক্তি তুলে ধরে বেশ কিছু মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে নির্দিষ্ট সীমার মধ্যে প্রকল্প অনুমোদনের ক্ষমতা দিতে হবে। অন্য মন্ত্রণালয়গুলোর যুক্তি হলো—এখন যে প্রক্রিয়ায় প্রকল্প অনুমোদন দেওয়া হয়, তা বেশ সময়সাপেক্ষ। কোনো মন্ত্রণালয়ে জরুরি প্রয়োজনে প্রকল্প নেওয়া হলে সেটি অনুমোদন পেতে পেতে অনেক সময় পেরিয়ে যায়। তখন আর ওই প্রকল্পের গুরুত্ব থাকে না। তাই পরিকল্পনামন্ত্রী ছাড়া অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ১০০ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের প্রকল্প অনুমোদনের ক্ষমতা দেওয়া যেতে পারে। বর্তমানে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করার প্রস্তাবও করেছে অন্য মন্ত্রণালয়গুলো।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়