২০১০ সালে কমিটি গঠনের ১১ বছর পর লক্ষ্মীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাছিবুর রহমাব হাছিব যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব হিসেবে রয়েছেন।
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ব্যাপারী বলেন, ২০১০ সালের অক্টোবরে জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি আবুল খায়ের ভুইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০১১ সালে কমিটি পূর্ণাঙ্গ হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রেস রিলিজে জেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে এক মাসের মধ্যে কমিটি গঠন করার কথা জানানো হয়। তবে এর জন্য আরও প্রায় ২৬ মাসের বেশি সময় অপেক্ষা করেন নেতাকর্মীরা। অবশেষে ১৫ অক্টোবর রাতে জেলা বিএনপির ৩১ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
লক্ষীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, নাজিম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাড. হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, এ বি এম জিলানি. অ্যাড. হারুনুর রশীদ বেপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, নাজমুল ইসলাম মিঠু, সাহেদ আলী পটু, মাহাবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু, জাকির হোসেন মোল্লা, ভিপি আব্দুর রহিম, গোলাম কাদের, ডা. জামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, আব্দুজ জাহের মিজি, আল আমিন, মিয়া আলমগীর, আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল, শেখ মাহবুবুর রহমান বাহার, তোফায়েল আহমেদ, সাবেরা আনোয়ার, হোসনে আরা বাশার, ফারজানা মজুমদার জনি প্রমুখ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়