কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরিফুল ইসলাম। বুধবার রাতে সব কিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি! ১১ রানে তিন উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাউগার তৃতীয় জয়ে অবদান রেখেছেন। এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। আগে ব্যাটিং করা জাগুয়ার্স ১০১ রান করতে পারে। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। এর মাঝে দশম ওভারে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সফল হননি তিনি। অবশ্য ফিরতি ওভারে দেন মাত্র ৪ রান। শরিফুল এদিন ডট বল দিয়েছেন ১৪টি। এছাড়া সাকিব ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ডেভিড ভিসা নেন দুই উইকেট। সবমিলিয়ে বাংলা টাইগার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাগুয়ার্সের ইনিংস ১০১ রানেই থেমে যায়।
যদিও জাগুয়ার্সের ১০২ রান তাড়া করতে নেমে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুঁইয়েছে ৬ উইকেট। তবে প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ভিসার ব্যাটিংয়ে জিতেছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এদিন ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
দলের টপ অর্ডার ধসে পড়ার পর অভিজ্ঞ সাকিবের দায়িত্ব ছিল দলকে টেনে নেওয়ার। সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান তিনি। কিন্তু সুনিল নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন ৭ বলে ১ রান করে। ৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান মূলত ডেভিড ভিসাই।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়