১২টি গাড়িতেই দেড় কোটি টাকা গায়েব!

নানা অনিয়মে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফসলের বীজ থেকে শুরু করে কৃষকের ঘামের টাকাও আত্মসাৎ হয় সংস্থাটিতে। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের ১৩তম পর্ব থাকছে আজ।

প্রকল্পের নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) কেনা হয়েছে গাড়ি। এতে সরকারের দেড় কোটি টাকারও বেশি অর্থিক ক্ষতি হয়েছে। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, বিএডিসির বাস্তবায়নাধীন বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প এবং বিএডিসির অফিস ভবন ও অবকাঠামোসমূহ সংস্কার, আধুনিকীকরণ ও নির্মাণ প্রকল্পে অত্যাধুনিক কিছু গাড়ি কেনা হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে। এতে সংস্থাটির মোট ক্ষতি হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

সংস্থাটির ২০১৮-১৯ অর্থবছরের হিসাব, গাড়ি সরবরাহের টেন্ডার নথি, বিল-ভাউচার, রেজিস্টার ও অন্যান্য রেকর্ড যাচাইয়ে এ অনিয়ম ধরা পড়ে।

এতে দেখা গেছে, ২০১৮ সালের ৬ ডিসেম্বর এক কার্যাদেশে নাভানা লিমিটেড থেকে ৭টি ডাবল কেবিন পিকআপ এবং ৫টি ৩ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রাক কেনা হয়। ডাবল কেবিন পিকআপগুলোর জন্য ৪ কোটি ১৯ লাখ টাকা ও ট্রাকের জন্য ২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ দেখানো হয়। রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ পরিশোধ করা হয় ৬ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক পরিপত্র অনুযায়ী রেজিস্ট্রেশন এবং সরকারের সকল করসহ ডাবল কেবিন পিকআপের মূল্য ৪৮ লাখ টাকা এবং ৩ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা হওয়ার কথা। এক্ষেত্রে অতিরিক্ত পরিশোধ করা হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকারও বেশি। যা আদায়যোগ্য বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

২০১৮ সালের ২৫ নভেম্বর অপর এক কার্যাদেশে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১টি ডাবল কেবিন পিকআপ কেনা হয়। যার নম্বর- ঢাকা মেট্রো-ঠ-১৩-৫৯৮৬। এতেও সার্বিক ব্যয় ধরা হয় ৫১ লাখ ৭৫ হাজার টাকা। অথচ অর্থ বিভাগের পত্র অনুযায়ী ব্যয় হওয়ার কথা ৪৮ লাখ টাকা। এখানেও অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে ১৩টি গাড়িতে অতিরিক্ত পরিশোধ করা হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

বিএডিসির সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক রিপন কুমান মন্ডল তদন্তের এ ফলাফল মানতে রাজি নন। তার দাবি তিনি অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় গাড়িগুলো কিনেছেন।
এই বিভাগের আরও খবর
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভোরের কাগজ
তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জনকণ্ঠ
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়