ঈদুল আজহা সামনে রেখে নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার কথা জানানো হয়েছে সরকারি এক তথ্য বিবরণীতে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারির কথাও তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তবে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। করোনার ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় কভিড-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়। চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে।
বিধিনিষেধ শিথিলের ঘোষণা আসার পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ১৫ জুলাই থেকে সব স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে। অনলাইন টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১ জুলাই দেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বণিক বার্তাকে বলেন, ১৫ থেকে ২২ জুলাই যাত্রীবাহী ট্রেন চলবে। এক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়