ওয়ানডে থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত পেস বোলিং অলরাউন্ডার ছিলেন বেন স্টোকস। অবসর ভেঙে ফিরেছেন শুধু ব্যাটিং করবেন এই শর্তে। পূর্বে পাঁচ ও ছয় নম্বর অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। এখন ক্রিজে আসবেন চার অথবা পাঁচে।
বুধবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে যেমন তিনি নেমেছিলেন চারে। ওপেনার জনি বেয়ারস্টো শূন্য ও তিনে নামা জো রুট ৪ রান করে ফেরার পর। দলের রান তখন ২ উইকেটে ১৩। সেখান থেকে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ১৯৯ রানের জুটি দিয়েছেন বেন স্টোকস। মালান ৯৬ রান করে ফিরলেও স্টোকস করেছেন ১৮২ রান।
ইংল্যান্ড নয় বল থাকতে অলআউট হলেও স্টোকসের ১২৪ বলে ১৫টি চার ও নয়টি ছক্কায় সাজানো ইনিংসে ৩৬৮ রান তোলে দল। কিউইদের তারা ১৮৭ রানে অলআউট করে তুলে নিয়েছে ১৮১ রানের বিশাল জয়। ম্যাচ শেষে স্টোকস বলেছেন, এই প্রথমবার তিনি মানসিকভাবে স্বচ্ছ ধারণা নিয়ে খেলতে নেমেছিলেন। যার ফল তার ওই ইনিংস।
তিনি বলেছেন, ‘আমার মনোযোগ থাকবে একটা বিষয়ে। প্রথমবার এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে মাঠে নেমেছিলাম। গত ১৮ মাস আমি শুধু ব্যাটিং করবো নাকি বোলিংও করবো এই নিয়ে দ্বিধায় ছিলাম। এখন আমি জানি যে, কেবল একটা বিষয়ে মনোযোগ থাকবে আমার। এটাই দলে আমার দায়িত্ব। মাথায় ওই বিষয়টি থাকায় আমি অবদান রাখতে পেরেছি
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়