প্রায় দুই দশকের লম্বা কর্মজীবন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এখন বলিউডেও পরিচিত মুখ তিনি। এত বছরের কর্মজীবনে কখনও পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রচার ঝলকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে। তবে কি এত বছরের শপথ শেষমেশ ভাঙলেন তামান্না?
‘লাস্ট স্টোরিজ ২’-এ বাঙালি পরিচালক সুজয় ঘোষের একটি গল্পে অভিনয় করেছেন তামান্না। তার বিপরীতে রয়েছেন তারই আলোচিত প্রেমিক ও বলিউড অভিনেতা বিজয় বর্মা। সিরিজের প্রচার ঝলকে বিজয়ের সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে তাকে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমের পাতায়।
এবার সেই দৃশ্য নিয়েই মুখ খুললেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, ‘লাস্ট স্টোরিজ ২’-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন তিনি।
এই নায়িকা বলেন, ‘আমি আমার এত বছরে কর্মজীবনে কখনও কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে একটু গুটিয়ে যাই। আমার মনে হয়, আমি এটা কখনও করব না। আমি তো এতোদিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে, আমি পর্দায় কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করব না।’ তবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর জন্য সেই শপথ ভেঙেছেন তামান্না।
নেপথ্যে কি তার আলোচিত প্রেমিক বিজয়? তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তামান্নার কথায়, ‘আমি সব সময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি খুশি ও কৃতজ্ঞ যে, সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছেছিলেন। এর আগে তো কোনো অন্তরঙ্গ দৃশ্যে আমি অভিনয়ই করিনি। তাই এমন একটা চরিত্রের জন্য আমায় নাই ভাবতে পারতেন।’
এদিকে, সম্প্রতি বিজয়ের সঙ্গে প্রেমে স্বীকারোক্তি দিয়েছেন তামান্না। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিজয়ের সঙ্গে খুব ভালো আছেন তিনি। বিজয় তার ‘হ্যাপি প্লেস’। তামান্নার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিজের মনের কথা উজাড় করে দিয়েছেন বিজয়ও।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারে তমন্নাকে বলতে শোনা যায়, ‘বিজয়ের সঙ্গে থাকলে আমায় কোনো মুখোশ পরে থাকতে হয় না। আমি সত্যিই নিজের মতো থাকতে পারি। আমাকে সেই নিরাপদ জায়গাটা করে দিয়েছ। আমার খুশির ঠিকানা।’ তমন্নার এই মন্তব্যেই স্পষ্ট তার ও বিজয়ের রসায়ন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়