২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা চেয়েছে সরকার। বুধবার (২৫ জানুযারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। বিভাগীয় উপরিচালকদের কাছ থেকে এই তথ্য চাওয়া হয়।
এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে নির্দেশনা অনুযায়ী পাঠাতে হবে। অফিস আদেশে জানানো হয়, পাঠ্যপুস্তকের অপচয় রোধে চাহিদা পাঠানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে।
উল্লেখ্য, ২০২২ শিক্ষাবর্ষের সম্ভাব্য চাহিদায় উল্লিখিত শিক্ষার্থীর সংখ্যার তুলনায় ২০২৩ শিক্ষাবর্ষের প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ১৭ লাখ ৭৭ হাজার ২৮৬ কমে গেছে। এমতাবস্থায়, সরকারি অর্থের অপচয় রোধে পাঠ্যপুস্তকের চাহিদা যথার্থ, গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয়।
এসব নির্দেশনা প্রতিপালন করে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনা:
- সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন সব উপজেলা/থানা থেকে পাওয়া পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য যাচাই করবেন।
- সব উপজেলা/থানার তথ্য সমন্বিত করে জেলার সমন্বিত তথ্য সম্বলিত ছক আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় উপপরিচালক কার্যালয়ে পাঠাবেন।
- বিভাগীয় উপপরিচালকরা তাদের আওতাধীন জেলার তথ্য যাচাই করে সব জেলার সমন্বিত তথ্য আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বই বিতরণ শাখায় ই-মেইলে (dpebook111@gmail.com) পাঠানো নিশ্চিত করবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়