৩১ মে হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা

সরকারনির্ধারিত সময়ে হজ ফ্লাইট পরিচালনা শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩১ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ে হজ ফ্লাইট শুরু সম্ভব না–ও হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক্‌-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়িভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা ও সবশেষে হজযাত্রা শুরু হয়। তবে এবার হজ প্যাকেজ ঘোষণা হয়েছে দেরিতে।

এদিকে হজে নিবন্ধনের সময়ও বেড়েছে আরও চার দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে হজ যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখনো স্লটের অনুমতি পায়নি। এই অনুমতি পেলে হজ ফ্লাইট শুরু করা যাবে। আজ বৃহস্পতিবার হজ ফ্লাইটের প্রস্তুতি নিয়ে বিমানের এক সভা হবে। সে সভা থেকে হজ ফ্লাইট কবে থেকে শুরু হবে, তা নির্ধারণ করা হবে।

হজ ব্যবস্থাপনা নিয়ে গত ২৭ এপ্রিল সচিবালয়ে সমন্বয় সভা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ওই বৈঠকে ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরুর ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি সে সময় সাংবাদিকদের বলেন, এবার বিমানের দুটি বোয়িং-৭৭৭ ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইট পরিচালনা করবে। বিমান ৩১ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকি হজযাত্রী সৌদি এয়ারলাইনস পরিবহন করবে।

এরপর ৬ মে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে নতুন ক্যারিয়ার হিসেবে সৌদি আরবের উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসকে অনুমোদন দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সিদ্ধান্তের ভিত্তিতে এ বছরের হজযাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের পাশাপাশি ফ্লাইনাসও হজযাত্রী পরিবহন করবে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, ‘হজ নিবন্ধনের সময় বাড়ানোর প্রয়োজন ছিল, সেটি বাড়ানো হয়েছে। অন্যান্য বছর হজের নিবন্ধন চলে দেড় মাসের বেশি সময় ধরে। এ বছর আমরা কম সময় পেয়েছি। হজ প্যাকেজ ঘোষণার পর দুই সপ্তাহের কম সময় পাওয়া গেছে। এত অল্প সময়ে হজের কার্যক্রম গুছিয়ে আনা কঠিন।’
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে উপদেষ্টা পরিষদে আলোচনা, দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে উপদেষ্টা পরিষদে আলোচনা, দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

প্রথমআলো
আতঙ্ক বাড়াচ্ছে ডানা, ভয়ঙ্কর পরিস্থিতি ওড়িশার ধামরায়

আতঙ্ক বাড়াচ্ছে ডানা, ভয়ঙ্কর পরিস্থিতি ওড়িশার ধামরায়

মানবজমিন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

যুগান্তর
ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নয়া দিগন্ত
বিদেশি নাগরিক কীভাবে দেশের রাষ্ট্রপতি হন, প্রশ্ন বিএনপি নেতার

বিদেশি নাগরিক কীভাবে দেশের রাষ্ট্রপতি হন, প্রশ্ন বিএনপি নেতার

দৈনিক ইত্তেফাক
যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত হবে: নাহিদ ইসলাম

যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত হবে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া