১৭৫ রানে অপরাজিত রয়ে গেলেন মুশফিকুর রহিম। সঙ্গ পেলে হয় তো টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যেতেন। মুশফিক ও লিটন দাসের ব্যাটে ভর করে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
শ্রীলংকার হয়ে দুই পেসার কাসুন রাজিথা পাঁচটি ও আসিথা ফার্নান্দো চারটি উইকেট নেন। বাকি একটি উইকেট ছিল রানআউট। এটি রাজিথার টেস্ট ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট শিকার।
গতকাল ৫ উইকেট হারিয়ে ২৭৭ রানে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ১১৫ ও লিটন দাস ১৩৫ রানে অপরাজিত ছিলেন। আজ মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন সেখান থেকে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের অষ্টম ওভারেই লিটনের উইকেট হারায় স্বাগতিকরা। ২৪৬ বলে ১৪১ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৬টি চার ও একটি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। লিটনের পর ০ রানে সাজঘরে ফেরেন আড়াই বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত।
তবে একপ্রান্তে দাঁড়িয়ে ব্যাট অবিচল রেখে তৃতীয়বারের মতো ব্যাট উঁচু করেন মুশফিক (১৫০)। তাইজুল ইসলামের সঙ্গে ৪৯ রানের একটি জুটি গড়ে বাড়ান দলের সংগ্রহও। কিন্তু দলীয় ৩৪৫ রানের মাথায় তাইজুল (১৫) আউট হলে আর কেউ ভালো সঙ্গ দিতে পারেননি মুশফিকের।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়