৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করা হয়: পুলিশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া এক শিশুর (৫) বস্তাবন্দী লাশ বাড়ির পাশের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর এক স্বজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণ করেছে শাহাদাত হোসেন (২২) নামের তার এক স্বজন। হত্যা ও ধর্ষণের বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

ওই শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ২৪ মার্চ দুপুরে তাঁর মেয়ে বাড়ির সামনে যায়। এরপর তাকে বাড়ির সামনে দেখতে না পেয়ে আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেন তিনি। কিন্তু কোথাও মেয়ের খোঁজ পাননি। পরের দিন ২৫ মার্চ চাটখিল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, জিডির পর পুলিশ বিভিন্নভাবে শিশুর নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করেন। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাত হোসেন নামের এক স্বজনের কথা জানানো হয় পুলিশকে। অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরের দিকে শাহাদাতকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়।

ওসি গিয়াস উদ্দিন বলেন, থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শনিবার রাতে শিশুটির নিখোঁজের সঙ্গে জড়িত আছেন বলে স্বীকার করেন শাহাদাত। তিনি পুলিশকে বলেন, ঘটনার দিন তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে হত্যা করেন। এরপর শিশুটিকে একাধিকার ধর্ষণ করেন। পরে শিশুটির লাশ বড় পলিথিন ব্যাগে ঢুকিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ভরে মুখ বন্ধ করেন। সন্ধ্যায় বস্তাটি পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেন।

গিয়াস উদ্দিন আরও বলেন, শাহাদাত দাবি করেছেন, তিনি আগে মুখ চেপে ধরে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। এরপর তাকে ধর্ষণ করেছেন। এ ক্ষেত্রে শাহাদাতের যুক্তি, আগে ধর্ষণ করলে শিশুটি চিৎকার দিত, তাই তাকে আগে হত্যা করেছেন। শিশুটিকে হত্যা ও ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাহাদাতকে আজ দুপুর নাগাদ আদালতে তোলা হবে। 
এই বিভাগের আরও খবর
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়