বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনে উপনির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রবিবার (১ জানুয়ারি) বৈঠকে বসবে আওয়ামী লীগ।
এদিন বিকাল ৪টা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে উপনির্বাচনের ছয়টি আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডর সভাপতি শেখ হাসিনা।
আসনগুলো হলো– ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪,৬, চাঁপাইনবাবগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং সংরক্ষিত নারী-৫০। এসব আসন শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে ছয়টি সংসদীয় আসনে ৭৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শারমিন আক্তার সরকার (মাহিয়া মাহি)। গত বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) নির্ধারিত ফরম বিক্রি করে আওয়ামী লীগ।
উল্লেখ্য, বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।
গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি, বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
ইসি সচিব বলেছেন, ‘জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে। যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো– চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।’
পরে ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের কাছে বিএনপির হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে পদত্যাগ করলে ২৬ ডিসেম্বর ইসি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের তফসিলের প্রজ্ঞাপন জারি করে। তাই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়