উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে জার্মানি। শুক্রবার ইউরোপের পাওয়ার হাউজ খ্যাত দলটি ২-১ ব্যবধানে পরাজিত করেছে বসনিয়া হার্জেগোভিনাকে।
জার্মানির এই জয়ের পুরো কৃতিত্বই স্টুটগার্ট ফরোয়ার্ড দেনিজ উনদাভের। কেননা প্রতিপক্ষের মাঠে দুটি গোলই যে করেন তিনি। তাও মাত্র ৬ মিনিটের ব্যবধানে জার্মানির জার্সিতে জীবনের প্রথম এক ম্যাচে দুই গোলের রেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী এই তারকা।
বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে ফ্লোরিয়ান রিটজের অ্যাসিস্ট থেকে প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন দেনিজ উনদাভ। ৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুন করেন এ বছরেই জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটা উনদাভ। সেইসঙ্গে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে চলতি বছরে তার গোলসংখ্যা এখন ৯টি।
উনদাভের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর কোন গোলের দেখা পায়নি জার্মানি। বরং ৭০ মিনিটে এডিন জিকো একটি গোল পরিশোধ করলে দারুণভাবেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বসনিয়া।
কিন্তু পরের সময়টাতে অবশ্য তাদেরকে বেশ ভালোভাবেই রুখে দেয় জার্মানি। ফলে আর কোন গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে জার্মানি। শুধু তাই নয়? এই জয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সুবাসও পেতে শুরু করেছে জার্মানি।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুদৃঢ় করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। ডাচদের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫। আগামী সোমবার মিউনিখে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট নেদারল্যান্ডস ও জার্মানি।
সেই মহারণের আগে অবশ্য ডাচ শিবিরে দুসংবাদ। নেদারল্যান্ডসের জার্সিতে যে শুক্রবারই প্রথম লাল কার্ড দেখলেন ভার্জিল ভ্যান ডাইক। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ৩ মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড দেখে ৭৯ মিনিটেই মাঠ ছাড়তে হয় ডাচদের এই তারকা ডিফেন্ডারকে। শেষ পর্যন্ত ম্যাচটা ১-১ গোলে ড্র হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়