৭ গোলের রোমাঞ্চে অ্যাটলেটিকোকে হারালো জিরোনা

দুই বছর আগেও স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে ছিল জিরোনা। গতবার লীগে ফিরে ৪৯ পয়েন্ট তুলে মৌসুম শেষ করে দশম হয়ে। এবার সেই জিরোনাই দাপট দেখাচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে শাসন করছে লা লিগার চলতি মৌসুমে। সবশেষ বুধবার রাতে ঘরের মাঠ মন্টিলিভি স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায় জিরোনা। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে জয় পায় মিকেলের দল।

ম্যাচজুড়ে সমানে সমান লড়াই করে জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। জিরোনা এগিয়ে গেলে সমতা ফিরিয়েছে অ্যাটলেটিকো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিট ৩-৩ সমতায় শেষ হওয়ার পর ইনজুরি টাইমে জয় তুলে নেয় জিরোনা। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জিরোনা। গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার ভ্যালেরি ফার্নান্দেজ।

১৪তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার গোলে সমতা টানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার স্যাভিওর গোলে ফের এগিয়ে যায় জিরোনা। ৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন জিরোনার ডাচ্ ডিফেন্ডার ড্যালে ব্লাইন্ড। ৪৪তম মিনিটে মোরাতার দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধান নিয়ে বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে হ্যাটট্রিক করে ম্যাচে সমতা টানেন মোরাতা। এরপর ৯০+১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইভান মার্তিনের নৈপুণ্যে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে জিরোনা।

মৌসুমের অর্ধেক শেষে শীর্ষস্থানীয় দলগুলোর একটি হলেও এখনো শিরোপা জয়ের উচ্চ আকাঙ্ক্ষা করতে নারাজ জিরোনা কোচ মিকেল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লীগ জয় আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া। ইউরোপে (চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ বা কনফারেন্স লীগ) পৌঁছানোর চেষ্টা করব। এটিই আমাদের জন্য একটি সাফল্য হবে।’

যে ছন্দে রয়েছে জিরোনা, মৌসুম শেষে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নেয়া দলটির জন্য সহজই হবে। এ ব্যাপারে কোচ মিকেল বলেন, ‘চ্যাম্পিয়নস লীগের মতো বড় কিছু নিয়ে কথা বলতে হলে আমাদের শেষ ১০ ম্যাচে যেতে হবে। তখন আমাদের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলব।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া