শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের দাম মাত্র আট কার্যদিবসে দ্বিগুণ হয়ে গেছে। এই আট দিনে প্রতিদিনই ব্যাংকটির শেয়ারের দাম সর্বোচ্চ হারে বেড়েছে। তাতে ৮ কার্যদিবসের ব্যবধানে ১০ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২১ টাকা ২০ পয়সা।
নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশের বেশি বাড়তে বা কমতে পারে না। এতে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে সাউথ বাংলা ব্যাংকের শেয়ারের দাম প্রতিদিন ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ১১ আগস্ট। এর আগে ৫ জুলাই থেকে এটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ শুরু হয়। কোম্পানিটি আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছে। আর আইপিওর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে ১০০ কোটি টাকা।
লেনদেন শুরুর হওয়ার কয়েক দিন পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির শেয়ারের কোনো বিক্রেতা ছিল না। আইপিওতে যাঁরা ব্যাংকটির শেয়ার পেয়েছেন, সবাই সেই শেয়ার বিক্রি না করে নিজের হাতে ধরে রেখেছেন। অন্যদিকে প্রথম কয়েক দিনে এটির শেয়ারের বিপুল ক্রেতা ছিল। প্রথম তিন–চার দিন খুব বেশি বিক্রেতা না থাকলেও এরপর ধীরে ধীরে বিক্রেতার সংখ্যা বেড়েছে। তাতে হাতবদল হওয়া শেয়ারের পরিমাণও বেড়েছে। আজ সোমবার ডিএসইতে কোম্পানিটির ৩২ লাখ ২৬ হাজার শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৭ কোটি টাকা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়